promotional_ad

অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরু

promotional_ad

নতুন অধিনায়ক ও কোচের নেতৃত্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। ওভালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।


দক্ষিণ আফ্রিকা সেন্ড পেপার কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের উপর দিয়ে রীতিমত ঝড় বয়ে গেছে। দলের তারকা ক্রিকেটারদের নিষেধাজ্ঞা থেকে শুরু করে কোচ ও বোর্ড পর্যায়ের বিভিন্ন  গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে।


ধ্বংসস্তূপ থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে টেনে তোলার কঠিন দায়িত্ব সাবেক অজি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের কাঁধে পড়েছে। কোচ হিসেবে ল্যাঙ্গারের ডানহাত হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক টিম পেইন ও সহ অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


ইনজুরির কারনে জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মত ফ্রন্ট লাইন পেসাররা দলে না থাকায় শুধু ব্যাটিং অর্ডারে নয়, বোলিং অর্ডারেও আন্তরজাতি ক্রিকেটের হিসেবে আনকোরাদের নিয়ে খেলতে নামবে অস্ট্রেলিয়া।



promotional_ad

অন্য দিকে ওয়ানডে ক্রিকেটে এক নম্বর দল ইংল্যান্ড নিজেদের ঘরের মাঠে গত দুই-আড়াই বছর ধরে কোন সিরিজ হারে নি। কিন্তু এই সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে হারে বসেছে মরগানরা। 


স্কটল্যান্ডের বিপক্ষে হারকে 'অঘটন' বলে অজিদের মোকাবেলায় নামতে চাইবে ইংলিশরা। ইনজুরির কারনে দলের দুই অন্যতম সদস্য বেস স্টোকস ও ক্রিস ওসক দলে থাকলেও ইংলিশরা এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের রাজা।


বছর শুরুতেই স্টোকস বিহীন ইংলিশরা অজিদের নিজেদের আঙ্গিনায় ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে এসেছে। এবারো সেই পারফর্মেন্স দেখাতে চাইবে ইংলিশরা।


ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ জনি বেয়ারস্টো, জেসন রয়, অ্যালেক্স হেইলস, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, মইন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, টম কুরান/ ডেভিড উইলি/ জ্যাক বল, মার্ক উড।



অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশঃ ডারসি শর্ট, ট্রাভিস হেড, মার্কার স্টইনিস, শন মার্শ, অ্যারন ফিঞ্চ, টিম পেইন, অ্যাস্টন অ্যাগার, মাইকেল নেসার, জো রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্টেনল্যাক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball