live icon

তৃতীয় ওভারে ১১ রান দিলেন রিশাদ

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
১৫ এপ্রিল ২৫

দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে রিশাদের আরেকটি উইকেট

live icon
১৫ এপ্রিল ২৫

এক রান দিয়ে রিশাদের ২ উইকেট

live icon
১৫ এপ্রিল ২৫

৩ বলে ২ রান করেছেন রিশাদ

live icon
১৫ এপ্রিল ২৫

রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

live icon
১৫ এপ্রিল ২৫

লাহোরের ম্যাচে আপনাদের স্বাগতম

১৫ এপ্রিল ২৫

তৃতীয় ওভারে ১১ রান দিলেন রিশাদ

নিজের তৃতীয় ওভারটা অবশ্য প্রত্যাশিত হয়নি রিশাদের। ডানহাতি লেগ স্পিনার সেই ওভারে দিয়েছেন ১১ রান। রিশাদকে একটি ছক্কা ও একটি চার মেরেছেন হাসান আলী। সবমিলিয়ে ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ।


১৫ এপ্রিল ২৫

দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে রিশাদের আরেকটি উইকেট

সিকান্দার রাজার পর আবারও বোলিংয়ে আনা হয় রিশাদকে। নিজের দ্বিতীয় ওভারে পঞ্চম বলেই উইকেট তুলে নিয়েছেন তিনি। ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জামান খানের হাতে ক্যাচ দিয়েছেন আব্বাস আফ্রিদি। নিজের দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।


১৫ এপ্রিল ২৫

এক রান দিয়ে রিশাদের ২ উইকেট

ইনিংসের প্রথম ওভারে ডেভিড ওয়ার্নার ও জেমস ভিন্সকে ফিরিয়ে করাচি কিংসের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। অষ্টম ওভারে প্রথমবারের মতো রিশাদ হোসেনের হাতে বল তুলে দেন লাহোরের অধিনায়ক। বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। ডানহাতি লেগ স্পিনারের গুগলিতে রিভার্স ‍সুইপ করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে স্যাম বিলিংসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন শান মাসুদ।


যদি অনফিল্ড আম্পায়ার পল রাইফেল শুরুতে আউট দেননি। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন বিলিংস। টিভি রিপ্লেতে দেখা যায় শান মাসুদের গ্লাভস ছুঁয়ে বল বিলিংসের গ্লাভসে জমা পড়েছে। ফলে আউট হয়ে ফিরতে হয় পাকিস্তানি ব্যাটারকে। একই ওভারের পঞ্চম বলে ইরফান খানের উইকেটও নিয়েছেন রিশাদ। ডানহাতি লেগ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং অনে মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ।


১৫ এপ্রিল ২৫

৩ বলে ২ রান করেছেন রিশাদ

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লাহোরের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন মোহাম্মদ নাইম। তিনে নেমে সুবিধা করতে পারেননি আব্দুল্লাহ শফিকও। তাদের ‍দুজনকেই ফিরিয়েছেন পেসার হাসান আলী। ২৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মিচেল ও ফখর। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যেতে থাকে লাহোর। দ্রুত দুই উইকেট হারানোয় পাওয়ার প্লেতে ৪৪ রানের বেশি তুলতে পারেনি তারা। 


কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা ফখর পঞ্চাশ ছুঁয়েছেন ২৯ বলে। তৃতীয় উইকেটে ৫৫ বলে জুটির সেঞ্চুরি করেন তারা দুজন। আরেক ব্যাটার মিচেল হাফ সেঞ্চুরি করেছেন ৩০ বলে। তাদের দুজনের ১২৫ রানের জুটি ভেঙেছেন হাসান। ডানহাতি পেসারের বলে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়েছেন ফখর। লাহোরের বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ৬ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বিলিংস। 


হাসানের বলে ইরফানকে ক্যাচ দিয়েছেন ১০ বলে ১৯ রান করা ইংলিশ এই ব্যাটার। একটু পর আউট হয়েছেন মিচেল। ৯ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৭৫ রান করা নিউজিল্যান্ডের ব্যাটারের উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ২ রান করেছেন রিশাদ। ফখর ও মিচেলের হাফ সেঞ্চুরিতে ২০১ রানের পুঁজি পায় লাহোর। করাচির হয়ে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন হাসান।


১৫ এপ্রিল ২৫

রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করেছিলেন রিশাদ হোসেন। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচায় নিয়েছিলেন ৩ উইকেট। এমন পারফরম্যান্সে করাচির বিপক্ষেও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তবে একাদশে একটি পরিবর্তন এনেছে লাহোর।


পেসার জাহানদাদ খানের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার জামান খান। করাচির বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি। লাহোর পরিবর্তন করলেও একাদশে কোনো পরিবর্তন আনেনি ডেভিড ওয়ার্নারের করাচি।


লাহোর কালান্দার্স- ফখর জামান, মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, শাহীন আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, জামান খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।


১৫ এপ্রিল ২৫

লাহোরের ম্যাচে আপনাদের স্বাগতম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ করাচি কিংস। চোট কারণে ছিটকে যাওয়া করাচির হয়ে খেলা হচ্ছে না লিটন দাসের। তবে পিএসএলে অভিষেক হওয়া রিশাদ আছেন লাহোরের স্কোয়াডে। পুরো ম্যাচের লাইভ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম!


সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball