টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের অ্যান্টিগা

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
১ সেপ্টেম্বর ২৫

সংক্ষিপ্ত স্কোর

live icon
৩১ আগস্ট ২৫

সাকিবের ব্যাটে ঝড়, চেজকে মারলেন টানা দুই ছক্কা

live icon
৩১ আগস্ট ২৫

সিপিএলে ২০ বলে সাকিবের ফিফটি

live icon
৩১ আগস্ট ২৫

ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফিরলেন সাকিব

live icon
৩১ আগস্ট ২৫

সাকিব-জাঙ্গোর হাফ সেঞ্চুরিতে ২০০ পেরিয়ে অ্যান্টিগা

live icon
৩১ আগস্ট ২৫

ছক্কা খেয়েও রান আটকে রাখলেন সাকিব

live icon
৩১ আগস্ট ২৫

সাকিবের ১ ওভারে ২৪ নিলেন সেইফার্ট

live icon
১ সেপ্টেম্বর ২৫

সাকিবের ঝড়ো ইনিংস ম্নান করে সেঞ্চুরিতে সেন্ট লুসিয়াকে জেতালেন সেইফার্ট

সংক্ষিপ্ত স্কোর

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স- ২০৪/৪ (১৪.৪ ওভার) ( সাকিব ৬১, জাঙ্গো ৫৬, অ্যালেন ৩৮*; শামসি ৩/৩০)

সেন্ট লুসিয়া কিংস- ২০৬/৪ (১৭.৫ ওভার) (সেইফার্ট ১২৫*, চার্লস ১৭, আগুস্তে ১৯, চেজ ১১; সাকিব ০/৩২)

৩১ আগস্ট ২৫

টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের অ্যান্টিগা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গ্রুপ পর্বে নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাঠে নামছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সেন্ট লুসিয়া। ফলে আগে ব্যাটিং করবে সাকিব আল হাসানের অ্যান্টিগা।

৩১ আগস্ট ২৫

সাকিবের ব্যাটে ঝড়, চেজকে মারলেন টানা দুই ছক্কা

বেশ ভালোই শুরু করেছিল অ্যান্টিগা। দুই ওপেনার আমির জাঙ্গো ও জোয়েল অ্যান্ড্রু মিলে তুলে নিয়েছিলেন ৫১ রান। তবে তাবরাইজ শামসি বোলিংয়ে আসতেই এলোমেলো হয়ে যায় অ্যান্টিগার ব্যাটিং। টানা দুই বলে হারিয়ে ফেলে উইকেট। সপ্তম ওভারের প্রথম বলে অ্যান্ড্রু ব্যক্তিগত ২৫ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন আন্দ্রেইস গুসের হাতে। পরের বলে কারিম গোরে ফেরেন এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়ে। এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান। তিনি বিপর্যয় সামাল দেন জাঙ্গোকে নিয়ে। এদিন শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করেন সাকিব। রস্টন চেজকে টানা দুই ছক্কা মারেন সাকিব। প্রথম ছক্কাটি ছিল ডিপ মিড উইকেট দিয়ে। আর পরেরটি লং অফের ওপর দিয়ে। ১৩ বলে তার সংগ্রহ ২৫।

৩১ আগস্ট ২৫

সিপিএলে ২০ বলে সাকিবের ফিফটি

সিপিএলে ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। ডেভিড ভিসের এক ওভারেই সাকিব নিয়েছেন ২৪ রান। এর মধ্যে তিনিটি চার ও দুটি ছক্কা মেরেছেন এই অলরাউন্ডার। জাঙ্গোও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তিনি ফিফটি পেতে খেলেছেন ৩৮ বল।

৩১ আগস্ট ২৫

ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফিরলেন সাকিব

ডিলানো পটগিটারকে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে পয়েন্টে চেজের হাতে ধরে পড়েছেন। ফলে ২৬ বলে তার ৬১ রানের ইনিংস শেষ হয়েছে। তৃতীয় উইকেটে জাঙ্গোকে নিয়ে সাকিব যোগ করেছেন ৯১ রান। আর তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অ্যান্টিগা। সাকিব ফিরে গেলে ব্যাটিংয়ে নামেন ফিন অ্যালেন।

৩১ আগস্ট ২৫

সাকিব-জাঙ্গোর হাফ সেঞ্চুরিতে ২০০ পেরিয়ে অ্যান্টিগা

জাঙ্গো অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি তাকে ফিরিয়েছেন শামসি। এই প্রোটিয়া স্পিনারের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে তিনি ক্যাচ দেন টিম ডেভিডকে। ৪৩ বলে ৫৬ রানের ইনিংস আসে জাঙ্গোর ব্যাট থেকে। শামসি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেন্ট লুসিয়ার সেরা বোলার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রান তোলে অ্যান্টিগা। অ্যালেন ১৭ বলে ৩৮ ও ওডেন স্মিথ ১৫ বলে ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

৩১ আগস্ট ২৫

ছক্কা খেয়েও রান আটকে রাখলেন সাকিব

বড় লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে সেন্ট লুসিয়া। ২ ওভারেই তারা ৩৮ রান করে ফেলে। যদিও টিম সেইফার্ট ও জনসন চার্লসের জুটি বড় হতে দেননি সালমান ইরশাদ। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই ৯ বলে ১৭ রান করা জনসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। ফলে প্রথম উইকেটের স্বাদ পায় অ্যান্টিগা। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বল করতে আসেন সাকিব। সেই ওভারে সাকিবকে সুইপ করে কাভার দিয়ে দারুণ এক ছক্কাও হাঁকান সেইফার্ট। তবে ওভারের বাকি অংশে রান আঁটকে রাখেন তিনি। মোটে খরচ করেন আর ২ রান।

৩১ আগস্ট ২৫

সাকিবের ১ ওভারে ২৪ নিলেন সেইফার্ট

দ্বিতীয় ওভার করতে এসে সেইফার্টের তোপের মুখে পড়েন সাকিব। প্রথম দুই বলেই ছক্কা ও চার হাঁকান সেইফার্ট। এক বল বিরতি দিয়ে আবারও চার ও ছক্কা মারেন সেইফার্ট। শেষ বলে আবার আরেকটি চার। সেই ওভারে ২৪ রান খরচা করেন সাকিব।

১ সেপ্টেম্বর ২৫

সাকিবের ঝড়ো ইনিংস ম্নান করে সেঞ্চুরিতে সেন্ট লুসিয়াকে জেতালেন সেইফার্ট

আকিব আগুস্তেকে বেশিক্ষণ থিতু হতে দেননি উসামা মীর। এই স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন তিনি। রস্টন চেজকে বিদায় করেছেন ওডেন স্মিথ। এই পেসারের বলে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন চেজ। লাফিয়ে এক হাতে সেখানে ক্যাচ নিয়েছেন সালমান ইরশাদ।


এরপর টিম ডেভিডকে নিয়ে মাত্র ৪০ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন সেইফার্ট। সিপিএলের ইতিহাসে যা যৌথভাবে দ্রুততম। ৪০ বলেই সেঞ্চুরি আছে আন্দ্রে রাসেলের। ২০১৮ সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জ্যামাইকা তালাহওয়াসের হয়ে এই রেকর্ড গড়েছিলেন রাসেল। এবার সেখানেই নিজের নাম লেখালেন সেইফার্ট।


ডেভিড আউট হয়েছেন জেইডেন সিলসের শিকার হয়ে। এরপর আর কোনো বিপদ হতে দেননি সেইফার্ট ও ডিলানো পটগিটার। দুজনে মিলে সেন্ট লুসিয়াকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সেইফার্ট শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২৫ রান করে।


সিপিএলের এবারের আসরে নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে দুশর বেশি রান করেও জিততে পারল না অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সাকিব আল হাসান ও আমির জাঙ্গোর হাফ সেঞ্চুরিতে ২০৪ রান করে অ্যান্টিগা। সেই লক্ষ্য টিম সেইফার্টের সেঞ্চুরিতে ২.১ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball