সংক্ষিপ্ত স্কোর
জিসানের হাফ সেঞ্চুরির পর আফিফের ৪৯*, 'এ' দলের পুঁজি ১৭৫
সেঞ্চুরির পথে হারভে, বড় ব্যবধানে হারের পথে সোহানরা
হার দিয়ে আসর শেষ সোহানদের
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ 'এ'- ১৭৫/৪ (২০ ওভার) (জিসান ৫০, নাইম ১৫, সাইফ ১৫, আফিফ ৪৯*, ইয়াসির ২৫*)
অ্যাডিলেড স্ট্রাইকার্স- ১৭৯/৩ (১৮.১ ওভার) (হারভে ১০০*, উইন্টার ৩৫, নেইলসেন ৩, হ্যারি ২৫*)
ফলাফল- অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী
হাফ সেঞ্চুরির পর জিসানের বিদায়
টপ এন্ড সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ 'এ' দল। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে ভালোই শুরু পায় বাংলাদেশ 'এ' দল।
নাইম শেখ ও জিসান আলম মিলে তোলেন ৪৮ রান। এরপর সাইফ হাসানকে নিয়ে আরও ৩৯ রান যোগ করেন জিসান। এই জুটির পথে হাফ সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার।
৩৯ বলে ৫০ রান করে আউট হয়েছেন জিসান। এর আগে সাইফ ১৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। বাংলাদেশের তিনটি উইকেটের মধ্যে দুটি উইকেটই নিয়েছেন হান্নো জ্যাকবস। আর একটি উইকেট যায় জেরসিস ওয়াদিয়ার ঝুলিতে।
জিসানের হাফ সেঞ্চুরির পর আফিফের ৪৯*, 'এ' দলের পুঁজি ১৭৫
বেশিক্ষণ টিকতে পারেননি নুরুল হাসান সোহান। তিনি মাত্র ৬ রান করেই ফেরেন জ্যাকবসের শিকার হয়ে। এরপর আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী মিলে বাংলাদেশ 'এ' দলের ইনিংস টানেন। বিশেষ করে আফিফ শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইয়াসির। পঞ্চম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ২৯ বলে ৭০ রানের জুটিতেই বাংলাদেশ 'এ' দল লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে। নির্ধারিত ২০ ওভারে 'এ' দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান।
সেঞ্চুরির পথে হারভে, বড় ব্যবধানে হারের পথে সোহানরা
বাংলাদেশ 'এ' দলের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানের দারুণ জুটি গড়েন স্ট্রাইকার্সের দুই ওপেনার ম্যাকেঞ্জি হারভে ও জ্যাক উইন্টার। এই দুজনের জুটিতেই ১৩ ওভারের মধ্যে ১২০ পেরিয়ে যায় স্ট্রাইকার্স। হারভে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন উইন্টার। উইন্টারকে আউট করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরি। শর্ট মিড উইকেটে তার ক্যাচ নিয়েছেন সাইফ হাসান।
হার দিয়ে আসর শেষ সোহানদের
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমীর বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে যাত্রা শেষ করল বাংলাদেশ 'এ' দল। আগেই ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচটি ছিল তাই শুধু আনুষ্ঠানিকতা। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ 'এ' দল। জবাবে খেলতে নেমে বল হাতে রেখেই জয় তুলে নেয় স্ট্রাইকার্স।
জোড়া উইকেট নিয়েছেন সাইফ। হ্যারি নেইলসেনকে ফেরানোর ৩ বল পর তিনি আউট করেছেন ট ও'কোনেলকে। এরপর অবশ্য একপ্রান্ত আগলে রেখে স্ট্রাইকার্সকে জিতিয়ে মাঠ ছাড়েন হারভে। মৃত্যুঞ্জয় চৌধুরীকে চার মেরে ৫৩ বলে সেঞ্চুরিও তুলে নেন হারভে। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় অ্যাডিলেডের।