টস হেরে ফিল্ডিংয়ে সাকিবের দুবাই

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
১৫ জুলাই ২৫

সংক্ষিপ্ত স্কোর

live icon
১৪ জুলাই ২৫

মাঠে নামার আগমুহূর্তে যা বললেন সাকিব

live icon
১৪ জুলাই ২৫

প্রথম ওভারে সাকিবের কিপটে বোলিং

live icon
১৪ জুলাই ২৫

ওভারের শেষ বলে ছক্কা খেলেন সাকিব

live icon
১৪ জুলাই ২৫

তৃতীয় ওভারেও উইকেটশুন্য সাকিব, মিতব্যয়ী বোলিং অব্যাহত

live icon
১৪ জুলাই ২৫

শেষ ওভারেও অবিশ্বাস্য মিতব্যয়ী সাকিব

live icon
১৪ জুলাই ২৫

সাকিবের মিতব্যয়ী বোলিংয়ের দিনে গায়ানার সংগ্রহ ১৩৮

live icon
১৪ জুলাই ২৫

ব্যাটিংয়ে মাত্র পাঁচ বল টিকলেন সাকিব

live icon
১৪ জুলাই ২৫

বল হাতে ‘ইকোনমিক্যাল’ দিনে ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, হারল দুবাই

সংক্ষিপ্ত স্কোর

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ১৩৮/৭ (২০.০ ওভার) (মঈন ৪০, রাদারফোর্ড ৩৩; কলিম ৪/৩১, সাকিব ০/২১)
দুবাই ক্যাপিটালস- ৮১/১০ (১৫.৪ ওভার) (ডিকওয়েলা ২৬, আতাল ২৫; তাহির ৪/১২)

১৪ জুলাই ২৫

টস হেরে ফিল্ডিংয়ে সাকিবের দুবাই

গ্লোবাল সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামছে সাকিব-গুলবাদিন নাইবের দুবাই। আগে ব্যাটিংয়ে নামবে গায়ানা।


এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে সাকিবের দুবাই। প্রথমটিতে সাকিব নিজেই ব্যাটে-বলে পারফর্ম করে দল জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচটি হেরেছে তার দল। দলের তৃতীয় ম্যাচে অবধারিতভাবেই আছেন সাকিব।


দুবাই ক্যাপিটালস একাদশ:
গুলবাদিন নাইব (অধিনায়ক), কালিম সানা, রোহান মোস্তাফা, সেদিকুল্লাহ আতাল, কাইস আহমাদ, জেসি বুউটান, কাদিম অ্যালেইন, ডমিনিক ড্রাকস, নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), সাকিব আল হাসান, সঞ্জয় কৃষ্ণমূর্তি।


গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স একাদশ:
জুয়েল অ্যান্ড্রু (উইকেটকিপার), জনসন চার্লস, রহমানউল্লাহ গুরবাজ, শারফেইন রাদারফোর্ড, শিমরন হেটমায়ার, মঈন আলী, রোমারিও শেফার্ড, ডোয়েইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেইন, ইমরান তাহির (অধিনায়ক)।


১৪ জুলাই ২৫

মাঠে নামার আগমুহূর্তে যা বললেন সাকিব

মাঠে নামার আগে ব্রডকাস্টারের সঙ্গে কথা বলেন সাকিব। তিনি বলেন, 'আমরা প্রথম ম্যচে দূর্দান্ত খেলেছি। ২য় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।'


'গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোন সময় করতে পারি। একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্র, যদি দল ভাল শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভাল শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে ভালো সংগ্রহ পাই।'


নিজের ফর্ম নিয়ে তিনি বলেন, '(এখনও দারুণ পারফর্ম করার পেছনে) আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা। আমি এখনো খেলাটাকে ভালোবাসি ঠিক যেমন আমি অনুর্ধ্ব-১৫ বা অনুর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম। আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব।'


 


 


১৪ জুলাই ২৫

প্রথম ওভারে সাকিবের কিপটে বোলিং

শুরুতেই বিপদে পরে গায়ানা। পাওয়ার প্লে'তে তিন উইকেট হারায় দলটি। ছয় ওভারে করে তিন উইকেটে ৪২ রান। রহমানউল্লাহ গুরবাজ শুন্য, শিমরন হেটমায়ার ১৪ এবং জনসন চার্লস ১১ রানে ফিরে যান।


সপ্তম ওভারে সাকিব আল হাসান বোলিংয়ে আসেন।  সাকিবের প্রথম বলে মিড উইকেটে ঠেলে দুই রান নেন মঈন আলী। এরপরের বলটি শর্ট এক্সট্রা কাভারে ঠেলে দিলেও রান নেননি মঈন। তৃতীয় বলে স্কয়ার লেগে বল পাঠিয়ে এক রান নেন মঈন। চতুর্থ বলে জুয়েল অ্যান্ড্রু মিড অনে ঠেলে এক রান নেন। পঞ্চম বলে মঈন লং অনে ঠেলে এক রান নেন। শেষ বলে লেগ বিফোরের আবেদন করেও সায় পাননি সাকিব। প্রথম ওভারে পাঁচ রান দেন তিনি।


১৪ জুলাই ২৫

ওভারের শেষ বলে ছক্কা খেলেন সাকিব

নবম ওভারের প্রথম বলে সাকিবকে সুইপ করতে ব্যর্থ হন জুয়েল, রান পাননি তিনি। দ্বিতীয় বলটি শর্ট মিড উইকেটে খেলেও রান পাননি তিনি। তৃতীয় বলে লং অফে এক রান দেন সাকিব। চতুর্থ বলে লং অনে ঠেলে এক রান নেন মঈন। পঞ্চম বলে আবারো লংঅফে ঠেলে এক রান নেন জুয়েল। ওভারের শেষ বলে মঈন সাকিবকে ডিপ মিড উইকেটে ছক্কা হাকান। নিজের দ্বিতীয় ওভারে সাকিব দেন ৯ রান। 


১৪ জুলাই ২৫

তৃতীয় ওভারেও উইকেটশুন্য সাকিব, মিতব্যয়ী বোলিং অব্যাহত

১১তম ওভারের প্রথম বলে রান দেননি সাকিব। দ্বিতীয় বলে জুয়েল শর্ট থার্ড ম্যান অঞ্চলে বল পাঠিয়ে এক রান নেন। তৃতীয় বলে রান নেননি মঈন। চতুর্থ বলে লং অফে এক রান নেন মইন। পঞ্চম বলে মিড উইকেটে এক রান দেন সাকিব। ষষ্ঠ বলে মঈন তাকে লং অনে ঠেলে এক রান নেন। নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন সাকিব।


১৪ জুলাই ২৫

শেষ ওভারেও অবিশ্বাস্য মিতব্যয়ী সাকিব

নিজের শেষ ওভারে সাকিব বল হাতে নেয়ার আগের ওভারে ফিরে যান ২৪ বলে ১৬ রান করা জুয়েল অ্যান্ড্রু। সাকিবের প্রথম বলে ডিপ মিড উইকেটে হাঁকিয়ে এক রান নেন মঈন। দ্বিতীয় বলটি শর্ট থার্ডে পাঠালেও শেরফান রাদারফোর্ড রান পাননি। তৃতীয় বলে মিড উইকেটে বল ঠেলে এক রান নেন তিনি। চতুর্থ বলে সাকিবকে কাট করে এক রান নেন মঈন। শেষ দুই বলে রাদারফোর্ড রান পাননি। এই ওভারে মাত্র তিন রান দেন সাকিব। সবমিলিয়ে চার ওভারে মাত্র ২১ রান খরচা করেন সাকিব। উইকেট পাননি তিনি।


১৪ জুলাই ২৫

সাকিবের মিতব্যয়ী বোলিংয়ের দিনে গায়ানার সংগ্রহ ১৩৮

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৮ রান করে গায়ানা। মঈন আলী দলটির হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। ২৩ বলে ৩৩ রান করেন শেরফান রাদারফোর্ড। সাকিবের দলের হয়ে চারটি উইকেট নেন কলিম সানা। একটি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস, গুলবাদিন নাইব এবং কায়েস আহমেদ।


১৪ জুলাই ২৫

ব্যাটিংয়ে মাত্র পাঁচ বল টিকলেন সাকিব

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রান তুলতেই তিন উইকেট হারায় দুবাই। রুহান মোস্তফা এক, সেদিকউল্লাহ আতাল ১৫ বলে ২৫ ও গুলবাদিন নাইব শুন্য রানে ফিরে যান।


ফলে পাওয়ার প্লে'র মধ্যে উইকেটে আসেন সাকিব। প্রথম দুই বলে রান না নিলেও তৃতীয় বলে রোমারিও শেফার্ডকে ফাইন লেগে একটি চার মারেন সাকিব। পরের ওভারেই অবশ্য ফিরে যেতে হয় তাকে।


মঈনের  বলে সুইপ করতে গিয়ে ব্যর্থ হন তিনি। বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করে। মাত্র পাঁচ বল খেলে চার রানে ফিরে যেতে হয় সাকিবকে। তার বিদায়ের পর দলীয় পঞ্চাশ রানে ফিরে যান সঞ্জয় কৃষ্ণমূর্তিও। ফলে পঞ্চাশ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় দুবাই।


১৪ জুলাই ২৫

বল হাতে ‘ইকোনমিক্যাল’ দিনে ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, হারল দুবাই

বল হাতে উইকেট না পেলেও দারুণ 'ইকোনমিক্যাল' ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে মাত্র ২১ রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেননি তিনি। তার মত ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালসও। ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানে হেরেছে দুবাই। চলতি গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারল সাকিবের দুবাই।
 


সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball