সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন
শূন্য রানে ফিরলেন ইমন
দুই ওপেনারের বিদায়ে শুরুতেই চাপে বাংলাদেশ
লিটনের ২ ছক্কা, হৃদয়ের সঙ্গে জুটির পঞ্চাশ
জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
১ বছর ও ১৩ ইনিংস পর লিটনের হাফ সেঞ্চুরি
লিটন-শামীমের জুটিতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
শামীমের ডিরেক্ট থ্রুতে ফিরলেন মেন্ডিস
শরিফুলের আরেকটি উইকেট, চাপে শ্রীলঙ্কা
৪ উইকেট নেই শ্রীলঙ্কার
রিশাদের জোড়া উইকেট, ৬ উইকেট নেই শ্রীলঙ্কার
৮ উইকেট হারিয়ে অল আউটের পথে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ১৭৭/৭ (২০ ওভার) (তানজিদ ৫, ইমন ০, লিটন ৭৬, হৃদয় ৩১, শামীম ৪৮; ফার্নান্দো ৩/৩১)
শ্রীলঙ্কা- ৯৪/১০ (১৫.২ ওভার) (নিশাঙ্কা ৩২, মেন্ডিস ৮, আসালাঙ্কা ৬, শানাকা ২০; শরিফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১, রিশাদ ৩/১৮)
আবারও টসে হারলেন লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন
এই ম্যাচে বাংলাদেশ তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। নাইম শেখের পরিবর্তে দলে ফিরেছেন জাকের আলী। আর তানজিম সাকিবের বদলি হিসেবে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। আর তাসকিন আহমেদের বদলি হিসেবে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ :
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শূন্য রানে ফিরলেন ইমন
৩ বল খেলে নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে আউট হয়েছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। লঙ্কান এই পেসারের প্রথম ওভারের শেষ বলে বড়সড় ড্রাইভ খেলতে চেয়েছিলেন ইমন। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল আঘাত হানে সোজা লেগ স্টাম্পে।
দুই ওপেনারের বিদায়ে শুরুতেই চাপে বাংলাদেশ
দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট। বিনুরা ফার্নান্দোর ওভারের শেষ বলে স্লিপে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৮ বলে ৫ রান করা এই ব্যাটার। এই পেসারের বলে বড় শট খেলতে গিয়ে আউট সাইড এজ হয়ে ক্যাচ দিয়েছেন তানজিদ।
লিটনের ২ ছক্কা, হৃদয়ের সঙ্গে জুটির পঞ্চাশ
দুই ওপেনারকে হারানোর পর বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। এরই মধ্যে এই দুজনের জুটি ছাড়িয়েছে পঞ্চাশ। বাংলাদেশ দলও ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে। লিটন বেশ সাবলীল খেলছেন। এরই মধ্যে হাঁকিয়েছেন ২ ছক্কা।
জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
হৃদয় ও লিটন দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের রান বাড়াচ্ছিলেন। তবে এই জুটি ভেঙেছেন বিনুরা। তিনি হৃদয়কে ব্যক্তিগত ৩১ রানে কুশল পেরেরার হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন। হৃদয় অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন। আর তাতেই লিটনের সঙ্গে তার ৬৯ রানের জুটি ভাঙে। মেহেদী হাসান মিরাজ এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি। সেই ওভারের চতুর্থ বলে আউট সাইড এজে থুসারাকে ক্যাচ দিয়ে আউট হন মাত্র ১ রান করে।
১ বছর ও ১৩ ইনিংস পর লিটনের হাফ সেঞ্চুরি
অন্যপ্রান্তে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছেন লিটন দাস। তিনি ৩৯ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এ নিয়ে এক বছর পর টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পেলেন লিটন। দুই হাফ সেঞ্চুরির মাঝে পেরিয়ে গেছে ১৩ ইনিংসও। এরই মধ্যে বাংলাদেশের সংগ্রহ একশ পেরিয়ে গেছে। মাহিশ থিকশানার করা ১৫তম ওভারের চতুর্থ বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন।
লিটন-শামীমের জুটিতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
শুরুর দিকের থাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন লিটন ও শামীম। দুজনে মিলে ৭৭ রানের জুটিও গড়েছেন। লিটন ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। এই ঝড়ো ইনিংসের পথে ৫টি ছক্কা ও ১টি চার মারেন লিটন। জাকের আলী শেষদিকে ৩ রান করে রান আউট হয়ে ফিরেছেন। পরের বলে শামীম আউট হয়েছেন ৪৮ রান করে একভাবে রান আউট হয়ে। মূলত লিটন ও শামীমের ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে বাংলাদেশ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭ রান।
শামীমের ডিরেক্ট থ্রুতে ফিরলেন মেন্ডিস
শামীম পাটোয়ারির ডিরেক্ট থ্রুতে রাব আউট হয়ে ফিরেছেন ৫ বলে ৮ রান করা কুশল মেন্ডিস। ফলে দলীয় ১৯ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পয়েন্টে কাট করেছিলেন মেন্ডিস। তবে সার্কেলের মধ্যে ফিল্ডিং করা শামীম বল ছুঁড়ে মারেন নন স্ট্রাইকিং প্রান্তে। বল আঘাত হানে স্টাম্পে। ফলে রান আউট হয়ে ফিরে যেতে হয় তাকে।
শরিফুলের আরেকটি উইকেট, চাপে শ্রীলঙ্কা
পরের ওভারে কুশল পেরেরা শূন্য রানে শরিফুল ইসলামের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে চিকি শট খেলতে গিয়ে কাভার পয়েন্টে ক্যাচ দিয়েছেন শ্রীলঙ্কান এই ব্যাটার। পরের ওভারে এসে শরিফুল আউট করেছেন আভিষ্কা ফার্নান্দোকে। শরিফুলের ফুলার লেন্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে শামীমের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
৪ উইকেট নেই শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার ইনিংসে চতুর্থ আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ৫ বলে ৫ রান করা চারিথ আসালাঙ্কা। শুরুতে আউট দেননি আম্পায়ার। এরপর রিভিউ নিয়ে লঙ্কান এই ব্যাটারকে আউট করে বাংলাদেশ। সাইফউদ্দিনের ফুলার লেন্থ ডেলিভারিতে আউট সাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন আসালাঙ্কা।
রিশাদের জোড়া উইকেট, ৬ উইকেট নেই শ্রীলঙ্কার
দারুণ এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন পাথুম নিশাঙ্কা ও দাসুন শানাকা। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা নিশাঙ্কাকে ব্যক্তিগত ৩২ রানে লিটনের ক্যাচ বানিয়ে আউট করেন রিশাদ। ফলে ভাঙে তাদের ৪১ রানের জুটি। সেই ওভারেই শূন্য রানে চামিকা করুনারত্নেকে আউট করেন এই লেগ স্পিনার। রিশাদের বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হন লঙ্কান এই ব্যাটার। রিশাদের ফুলার লেগ ব্রেক বলে ফ্লিক করতে চেয়েছিলেন চামিকা। তবে ব্যাটে বলে করতে পারেননি। লিডিং এজ হয়ে সোজা বল চলে যায় বোলারের হাতে।
৮ উইকেট হারিয়ে অল আউটের পথে শ্রীলঙ্কা
মিরাজ আউট করেছেন দাসুন শানাকাকে। এই অফ স্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে তানজিদ হাসানকে ক্যাচ দেন ১৬ বলে ২০ রান করা এই লঙ্কান ব্যাটার। পরের ওভারে এসে মোহাম্মদ সাইফউদ্দিন আউট করেছেন জেফরি ভ্যান্ডারসেকে। সাইফউদ্দিনের নাকাল বলে বিভ্রান্ত হয়ে তিনি ক্যাচ দেন স্কর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানকে।
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
ক্রিকফ্রেঞ্জি
সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ব্যাট হাতে লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের জয়ের ভিত গড়েছিলেন ঠিকই। এরপর বাকি কাজটা করেন বোলাররা। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলামরা লঙ্কান ব্যাটারদের দাঁড়াতেই দেননি।
সময় মতো ব্রেক থ্রু এনে দিয়েছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও। ফলে বড় জয় পেতে বাংলাদেশকে কোনো সমস্যায় পড়তে হয়নি। বাংলাদেশের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছে ৯৪ রানেই। এর ফলে ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা।