সংক্ষিপ্ত স্কোর
টস জিতল হোবার্ট হারিকেন্স
দুবাইয়ের একাদশে ২ পরিবর্তন
এক ছক্কায় শেষ সাকিব
বৃষ্টিতে বন্ধ সাকিবদের খেলা
দেড়শ হলো না সাকিবদের
প্রথম ওভারে খরুচে সাকিব
দ্বিতীয় ওভারেও উইকেট পেলেন না সাকিব
তৃতীয় ওভারে রান আটকে রাখলেন সাকিব
উইকেট শূন্য সাকিব, হারের পথে দুবাই
সাকিবের বিবর্ণ দিনে দুবাইয়ের হার
সংক্ষিপ্ত স্কোর
দুবাই ক্যাপিটালস— ১৪১/৮ (২০ ওভার) (সেদিকউল্লাহ ২৫, ডিকওয়েলা ১২, সাকিব ৭, নাইব ৩১, বটান ১৮)
হোবার্ট হারিকেন্স- ১৪২/৩ (১৭ ওভার) (বেনম্যাকডারমট ৪৮, রাইট ৫০; সাকিব ০/৩৪)
সাকিবদের প্রতিপক্ষ এবার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট
গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেকেই ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে আগে ব্যাটিং করে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেছিলেন তিনি। পরবর্তীতে বোলিংয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৪৪ উইকেট। নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টেগসকে ২২ রানে হারিয়ে শুরুটা ভালো হয়েছে দুবাইয়ের। দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
টস জিতল হোবার্ট হারিকেন্স
গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট হারিকেন্স। ফলে টস হেরে আগে ব্যাটিং করতে হবে সাকিব আল হাসানের দুবাইকে।
দুবাইয়ের একাদশে ২ পরিবর্তন
প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টেগসকে উড়িয়ে দিয়েছে দুবাই ক্যাপিটালস। ম্যাচ জিতলেও হোবার্ট হারিকেন্সের বিপক্ষে একাদশে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। খুজাইমা বিন তানভীর ও জর্ডান জনসনের জায়গায় সুযোগ পেয়েছেন দুই স্পিনার রোহান মুস্তফা এবং কাইস আহমেদ। ব্যাটে-বলে আলো ছড়িয়ে সাকিব আল হাসান একাদশে আছেন অনুমেয়ভাবেই।
দুবাই ক্যাপিটালস— নিরোশান ডিকওয়েলা, সেদিকউল্লাহ অটল, গুলবাদিন নাইব, কাদিম অ্যালেইনে, রোহান মুস্তফা, সাকিব আল হাসান, জেসে বোটান, ডমিনিক ড্রেকস, আরিয়ামান ভার্মা, কাইস আহমেদ এবং কালিম সানা।
হোবার্ট হারিকেন্স—বেন ম্যাকডরমট (অধিনায়ক), জেইক দোরান, ম্যাকলিস্টার রাইট, ভানুকা রাজাপাকশে, নিখিল চৌধুরি, মোহাম্মদ নবি, ফ্যাবিয়েন অ্যালেন, ওডিন স্মিথ, জ্যাকসন বার্ড, বিলি স্টেইনলেক এবং উসামা মীর।
এক ছক্কায় শেষ সাকিব
আগের ম্যাচেই সেন্ট্রাল স্টেগসের বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। তবে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। রোহান মুস্তফা আউট হওয়ার পর ব্যাটিংয়ে এসে দেখেশুনেই খেলছিলেন তিনি।
মোহাম্মদ নবিকে সামনে পেয়ে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। এক বল পর এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় জেইক দুরানের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক আউট হয়েছেন ১০ বলে ৭ রান করে।
বৃষ্টিতে বন্ধ সাকিবদের খেলা
হোবার্ট হারিকেন্স ও দুবাই ক্যাপিটালসের ম্যাচের সময় গায়ানায় হানা দিয়েছে বৃষ্টি। যার ফলে আপাতত বন্ধ রয়েছে সাকিবদের খেলা।
দেড়শ হলো না সাকিবদের
বৃষ্টির পর আবারও খেলা শুরু হলেও ছন্দ ফিরে পায়নি দুবাই। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে। ১৪ রান করে কাদিম আলিয়েন আউট হয়ে যান। অধিনায়ক গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩১ রান। জেসে বোটান আউট হয়েছেন ১৮ বলে ১৮ রান করে। শেষদিকে ডমিনিক ড্রাকেসের ৯ বলে ১১ ও আরায়ামান ভার্মার ৬ বলে ৫ রানে ১৪০ পেরোতে পারে দিল্লি। ২ রান করে অপরাজিত ছিলেন কাইস আহমেদ।
প্রথম ওভারে খরুচে সাকিব
ইনিংসের প্রথম ওভারেই সাকিবের হাতে বল তুলে দিয়েছিলেন নাইব। তবে উইকেট এনে দিতে পারেননি তিনি। সেই ওভারে সাকিব খরচ করেন ১০ রান। এর মধ্যে দুটি বাউন্ডারিও ছিল। বেন ম্যাকডারমট সাকিবের তৃতীয় বলে কাভার দিয়ে পাঞ্চ করে চার মারেন। এক বল পর তিনি মিড উইকেট দিয়ে আরেকটি বাউন্ডারি হাঁকান
দ্বিতীয় ওভারেও উইকেট পেলেন না সাকিব
ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা যায় দুবাই। ভানুকা রাজাপাকশেকে আউট করেন রোহান মোস্তফা। এই অফ স্পিনারের বলে স্টাম্পিং হন ১৫ রান করা রাজাপাকশে। এরপর ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন সাকিব। সেই ওভারে টানা দুই বাউন্ডারি হজম করেন সাকিব। ১০ রান দিয়ে সেই ওভারেও সাকিব থাকেন উইকেট শূন্য।
তৃতীয় ওভারে রান আটকে রাখলেন সাকিব
ইনিংসের অষ্টম ওভারে আবারও বোলিংয়ে আসেন সাকিব। সেই ওভারে মাত্র ৫ রান দেন এই বাঁহাতি স্পিনার। সেই ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি সাকিব।
উইকেট শূন্য সাকিব, হারের পথে দুবাই
নিজের শেষ ওভার করতে এসে সাকিব খরচ করেছেন ৯ রান উইকেট পাননি কোনো। ফলে ৪ ওভারে ৩৪ রান দিয়ে বোলিং কোটা পূরণ করেছেন এই অলরাউন্ডার। সাকিবের বিবর্ণ বোলিংয়ের দিনে হারের পথে দুবাই।
সাকিবের বিবর্ণ দিনে দুবাইয়ের হার
ক্রিকফ্রেঞ্জি
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। এই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ পারফরম্যান্স করেছেন সাকিব। আগে ব্যাট করে ১৪২ রানের বেশি করতে পারেনি দুবাই। জবাবে খেলতে নেমে ৩ ওভার আগেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হোবার্ট হারিকেন্স।