সংক্ষিপ্ত স্কোর
সৌম্য-সাইফের ব্যাটে উড়ন্ত সূচনা রংপুরের
রিভিউ নিয়ে বাঁচলেন সৌম্য
পঞ্চাশের আগেই জুটি ভাঙল সৌম্য-সাইফের
ইনিংস বড় করতে পারলেন না সৌম্য
২ বলে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে রংপুর
একশর আগে ৫ উইকেট নেই রংপুরের
মেয়ার্স-ইফতিখারের জুটিতে লড়াইয়ের পুঁজি পেল রংপুর
গুরবাজকে ফিরিয়ে ওমরজাইয়ের ব্রেক থ্রু
পরপর ২ উইকেট নিয়ে ম্যাচে ফিরল রংপুর
ইফতিখারের ওপর চড়াও হতে গিয়ে ফিরলেন অ্যান্ড্রু
রাদারফোর্ডকে ফিরিয়ে রংপুরের আশা বাঁচিয়ে রাখলেন খালেদ
হেটমায়ারকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিলেন খালেদ
খালেদের তাণ্ডবে জিতল রংপুর
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স- ১৬২/৫ (২০ ওভার) (সৌম্য ৩৫, সাইফ ১৮, সোহান ১৮, মেয়ার্স ৪৪*, ইফতিখার ৩৪*; তাহির ২/২১, মোতি ২/৩২)
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ১৫৪/১০ (১৯.১ ওভার) (চার্লস ৪০, মঈন ২৭, রাদারফোর্ড ১৯; খালেদ ৪/৩৬, ওমরজাই ২/১৩)
গায়ানার বিপক্ষে টসে জিতলেন সোহান
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রংপুরের একাদশে রয়েছে পাঁচ বিদেশি ক্রিকেটার।
তারা কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, হারমিত সিং, তাবরাজ শামসিকে নিয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছে। জিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর। এই শিরোপা ধরে রেখার লক্ষ্য নিয়েই আবার মাঠে নামতে চলেছে দলটি।
রংপুর রাইডার্স একাদশ-
মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, হারমিত সিং, তাবরাইজ শামসি ও খালেদ আহমদ।
সৌম্য-সাইফের ব্যাটে উড়ন্ত সূচনা রংপুরের
রংপুর রাইডার্সের হয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় রংপুর। সাইফ কিছুটা দেখেশুনে খেললেও হাতখুলে খেলেছেন সৌম্য। আর তাতেই ৫ ওভারে বিনা উইকেটে ৩৮ রান তুলে নেয় রংপুর।
রিভিউ নিয়ে বাঁচলেন সৌম্য
ভালো শুরু পেলেও আম্পায়ারের ভুলে ফিরতে পারতেন সৌম্য। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি ডেভিড ভিসের বলে পুল করতে গিয়ে টপ এজ হয়েছিলেন। ক্যাচ নিয়েছিলেন ভিসে নিজেই। আম্পায়ারও আউট ঘোষণা করে দেন। তবে রিভউ নেন সৌম্য। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লাগেনি সৌম্যর। ফলে বেঁচে যান রংপুরের এই ব্যাটার।
পঞ্চাশের আগেই জুটি ভাঙল সৌম্য-সাইফের
ইনিংসের অষ্টম ওভারে সাইফ ও সৌম্যর ওপেনিং জুটি ভেঙেছেন গুড়াকেশ মোতি। এই বাঁহাতি স্পিনারের বলে কাট করতে চেয়েছিলেন সাইফ। তবে ব্যাটে-বলে করতে পারেননি ঠিকমতো। বল স্কিড করে ঢুকে যায় স্টাম্পে। ফলে ফিরে যেতে হয় ১৮ রান করা সাইফকে।
ইনিংস বড় করতে পারলেন না সৌম্য
সৌম্য সরকারকেও ইনিংস বড় করতে দেননি মোতি। এই স্পিনারের ঝুলিয়ে দেয়া বলে মিড উইকেটে শেরফান রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন ৩৬ বলে ৩৫ রান করা সৌম্য। এর মধ্যে দিয়ে টানা দুই ওভারে ২ উইকেট পেলেন গায়ানার এই বোলার।
২ বলে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে রংপুর
ইমরান তাহিরের লেগ ব্রেক বলে বোল্ড হয়ে আউট হয়েছেন রংপুর রাইডার্সের আরেক ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ বলে ৩ রান। পরের বলে ইয়াসির আলী রাব্বি হয়েছেন এলবিডব্লিউ। ২ বলে ২ উইকেট হারিয়ে তাই বিপর্যয়ে পড়ে যায় রংপুর।
একশর আগে ৫ উইকেট নেই রংপুরের
ঝড়ো শুরু করেছিলেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি ১০ বলে ১৮ রান করে শামার স্প্রিঙ্গারের বলে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন। ফলে একশর আগেই ৫ উইকেট হারিয়েছে রংপুর।
মেয়ার্স-ইফতিখারের জুটিতে লড়াইয়ের পুঁজি পেল রংপুর
কাইল মেয়ার্সকেও ফেরাতে পারতেন মোতি। তবে জোয়েল অ্যান্ড্রু সহজ ক্যাচ নিতে পারেননি স্কয়ার লেগে। এরপর ব্যক্তিগত ২৯ রানে শিমরন হেটমায়ার জীবন দিয়েছেন ইফতিখার আহমেদকে। তিনিও সহজ ক্যাচ ছেড়েছেন। সুযোগউলো কাজে লাগিয়ে ষষ্ঠ উইকেটে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইফতিখার ও মেয়ার্স। আর তাতেই ১৬২ রানের মাঝারি সংগ্রহ নিশ্চিত হয় রংপুরের।
গুরবাজকে ফিরিয়ে ওমরজাইয়ের ব্রেক থ্রু
বল হাতে নেমে শুরুর দিকে কোনো সাফল্য পায়নি রংপুর। প্রথম উইকেট পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে চতুর্থ ওভার পর্যন্ত। রংপুরকে ব্রেক থ্রু এনে দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি আউট করেছেন ৮ বলে ৮ রান করা রহমানউল্লাহ গুরবাজকে।
পরপর ২ উইকেট নিয়ে ম্যাচে ফিরল রংপুর
দারুণ এক জুটি গড়ে উইকেটে যেন খুঁটি গেঁড়ে বসেছিলেন জনসন চার্লস ও মঈন আলী। ২৮ বলে ৪০ রান করা চার্লসকে ফিরিয়ে ৪৮ রানেই এই জুটি ভাঙেন হারমিত সিং।আর ২৭ রান করা মঈন আলীকে আউট করেন তাবরাইজ শামসি। ওভার দ্য উইকেটে এসে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন শামসি। সেই বল আউট সাইড এজ হয়ে জমা পড়ে নুরুল হাসান সোহানের হাতে। ফলে ফিরে যেতে হয় মঈনকে।
ইফতিখারের ওপর চড়াও হতে গিয়ে ফিরলেন অ্যান্ড্রু
ইফতিখার আহমেদের ওপর চড়াও হতে গিয়ে লং অফে মাহিদুল ইসলাম অঙ্কনকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জোয়েল অ্যান্ড্রু। ফলে একশর আগেই চতুর্থ উইকেট হারায় গায়ানা।
রাদারফোর্ডকে ফিরিয়ে রংপুরের আশা বাঁচিয়ে রাখলেন খালেদ
শেরফান রাদারফোর্ড হাতখুলে খেলার চেষ্টা করছিলেন। তবে তাকে থামিয়ে দেন খালেদ আহমেদ। এই পেসারের বলে আউট সাইড এজ হয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ বলে ১৯ রান করা এই ব্যাটার।
হেটমায়ারকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিলেন খালেদ
শিমরন হেটমায়ারকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন খালেদ। আর তাতেই ম্যাচ জমিয়ে দিয়েছে রংপুর।
খালেদের তাণ্ডবে জিতল রংপুর
ক্রিকফ্রেঞ্জি
দারুণ এক জুটি গড়ে উইকেটে জমে বসেছিলেন জনসন চার্লস ও মঈন আলী। মনে হচ্ছিল এই দুজনই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জিতিয়ে মাঠ ছাড়বেন। যদিও তেমনটা হয়নি। চার্লসকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে রাখেন হারমিত সিং। আরেক ব্যাটার মঈন আলীকে বিদায় করেন তাবরাইজ শামসি।
সেখান থেকেই ম্যাচের মোমেন্টাম পেয়ে যায় রংপুর। একে একে উইকেট এনে দেন ইফতিখার আহমেদ, খালেদ আহমেদরা। আর তাতেই গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৮ রানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। অবশ্য ব্যাট হাতে ১৬২ রান তুলে রংপুরের বোলারদের কাজটা সহজ করে দিয়েছিলেন ব্যাটাররাই।