টস হারলেন লিটন
বাংলাদেশের একাদশে নেই মুস্তাফিজ
বাংলাদেশের দারুণ শুরু
চার মেরেই আউট তানজিদ
প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ লিটন
ইনিংস বড় করতে পারলেন না ইমন
ব্যর্থ হৃদয়, চাপে বাংলাদেশ
মিরাজও ফিরলেন
টেনেটুনে দেড়শ পার বাংলাদেশের
শ্রীলঙ্কার ঝড়ো সূচনা, উইকেটের খোঁজে বাংলাদেশ
নিশাঙ্কাকে হাফ সেঞ্চুরি করতে দিলেন না মিরাজ
মেন্ডিসের ঝড়ো হাফ সেঞ্চুরি, জয়ের অনেক কাছে শ্রীলঙ্কা
জুটি ভাঙলেন রিশাদ
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে নিজেদের ফিরে পাওয়ার লড়াই
নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ব্যাটে প্রথম টেস্ট ড্র করলেও কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠতে পারেনি বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে সিরিজেও হেরেছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া জয় কেবল হোয়াইটওয়াশ এড়িয়েছে মেহেদী হাসান মিরাজদের। টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ।
২০ ওভারের ক্রিকেটেও বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না একেবারে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ হারা টাইগাররা পাকিস্তানের সঙ্গে হোয়াটইওয়াশ হয়েছে। কলম্বোর পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে জিতে নিশ্চিতভাবেই নিজেদের ফিরে পেতে চাইবেন লিটন দাসরা।
টস হারলেন লিটন
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছেন লিটন দাস। টস আগে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে নেই মুস্তাফিজ
ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে পারফর্ম করায় ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। ১৫ জনের স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকাতেও ছিল না সাইফউদ্দিনের নাম। পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব।
বিপিএলের পর ডিপিএলে পারফর্ম করে জিম্বাবুয়ে সিরিজ খেলার বছরখানেক পর আবারও বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরানো হয় সাইফউদ্দিনকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশেও ফিরেছেন তিনি। এ ছাড়া ২০২২ সালের আগষ্টে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলা নাইম শেখও আছেন একাদশে। তাসকিন আহমেদের সঙ্গে তানজিম হাসান সাকিব থাকলেও একাদশে নেই মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহেমদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের দারুণ শুরু
ইনিংসের দ্বিতীয় বলেই চামিকা করুনারত্নেকে চার মেরে শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। পরের ওভারে চার মেরেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর শর্ট লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ম্যাচের প্রথম ছক্কা মেরেছেন পারভেজ ইমন। তিন পেসার ৩ ওভারে ২৪ রান দেয়ায় চতুর্থ ওভারে স্পিনার মাহিশ থিকশানাকে ডেকে আনেন চারিথ আসালাঙ্কা।
ডানহাতি স্পিনারকে পারভেজ ইমন মেরেছেন ৩ চার। সেই ওভার থেকে এসেছে ১৪ রান। সবমিলিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম চার ওভারে কোন উইকেট না হারিয়ে ৩৮ রান তুলেছেন ইমন ও তানজিদ।
চার মেরেই আউট তানজিদ
পারভেজ হোসেন ইমন একপ্রান্ত ব্যাট হাতে ঝড় তুললেও অন্যপ্রান্তে দেখেশুনে খেলছিলেন তানজিদ হাসান তামিম। নুয়ান থুসারার আগের বলেই ফ্লিক করে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরেছিলেন তিনি। ডানহাতি পেসারের পরের লো ফুলটস ডেলিভারিতে একইভাবেই ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে মিড উইকেটে থিকশানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৬ রান করা তানজিদ।
প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ লিটন
প্রথম ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর বাকি দুই ম্যাচে একাদশের বাইরে থাকতে হয়েছিল লিটন দাসকে। এবার প্রথম টি-টোয়েন্টিতে নেমে মাত্র ৭ রান করে আউট হয়েছেন তিনি। শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকা লিটন জেফরি ভ্যানডারসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। আউট থেকে বাঁচতে রিভিউ নিয়েছিলেন লিটন। তবে রক্ষা পাননি। ১১ বলের ইনিংসে কোনো বাউন্ডারি মারতে পারেননি লিটন। এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে টানা ১৩ ইনিংসে পাঞ্চাশের আগেই আউট হয়েছেন তিনি।
ইনিংস বড় করতে পারলেন না ইমন
ভালোই শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। অন্যপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়া থাকলেও সাবলীল খেলছিলেন ইমন। তবে থিতু হতে পারেননি। মাহিশ থিকশানার ফুলার লেন্থের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে দাসুন শানাকাকে ক্যাচ দেন বাংলাদেশের এই ওপেনার। তিনি আউট হয়েছেন ৩৮ রান করে।
ব্যর্থ হৃদয়, চাপে বাংলাদেশ
তাওহীদ হৃদয়কে ফেরাতে টানা অফ স্টাম্পের বাইরে বোলিং করে যাচ্ছিলেন দাসুন শানাকা। লঙ্কান মিডিয়াম পেসারের বল যেন খেলতেই পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত অফ স্টাম্পের বাইরের বলেই কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৩ বলে ১০ রান করা হৃদয়।
মিরাজও ফিরলেন
মাহিশ থিকশানার ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় চারিথ আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
টেনেটুনে দেড়শ পার বাংলাদেশের
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে প্রত্যাশিত শুরুই এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ইনিংসের দ্বিতীয় বলেই চামিকা করুনারত্নকে চার মেরে শুরু করা ইমন সেই ছন্দ ধরে রাখেন পরের ওভারগুলোতেও। বাঁহাতি ওপেনারের সঙ্গে দারুণভাবে সঙ্গ দিতে থাকেন তানজিদও। তাদের দুজনের ব্যাটেও প্রথম ৪ ওভারেই কোন উইকেট না হারিয়েই ৩৮ রান তোলে বাংলাদেশ। তবে পঞ্চম ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন নুয়ান থুসারা।
ডানহাতি পেসারের আগের বলেই ফ্লিক করে চার মেরেছিলেন তানজিদ। তবে থুসারের পরের লো ফুলটস ডেলিভারিতে শর্ট মিড উইকেটে থিকশানার হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা বাঁহাতি এই ওপেনার। এক উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে সফরকারীরা। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকে বাংলাদেশের রান তোলার গতি কমতে থাকে। দ্রুত রান তুলতে না পেরে জেফ্রি ভ্যান্ডারসের গুগলিতে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন লিটন।
১১ বলে ৬ রান করা বাংলাদেশের অধিনায়ক রিভিউ নিলেও সেটা কাজে আসেনি। পরের ওভারে থেমেছে পারভেজ ইমনের ইনিংস। দারুণ ব্যাটিংয়ে ২২ বলে ৩৮ রান করা বাঁহাতি ওপেনারকে ফিরিয়েছেন মাহিশ থিকশানা। ডানহাতি স্পিনারের বলে বাউন্ডারি পাওয়ার আশায় লং অফে শানাকার হাতে ক্যাচ দিয়েছেন। পাঁচে নেমে শুরু থেকেই ধুঁকছিলেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারকে ফেরাতে অফ স্টাম্পের বাইরের বলে টানা বোলিং করে যাচ্ছিলেন শানাকা। শেষ পর্যন্ত সাফল্যও পেয়েছেন তিনি।
শানাকার অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন। ৮৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করলেও দ্রুত রান তুলতে পারেননি মিরাজ ও নাইম শেখের কেউই। তাদের দুজনের ৪৬ রানের জুটি ভাঙেন থিকশানা। ডানহাতি স্পিনারকে উড়িয়ে মারার চেষ্টায় মিড অফে আসালাঙ্কাকে ক্যাচ দিয়েছেন ২৯ রান করা মিরাজ। আরেক ব্যাটার নাইম অপরাজিত ছিলেন ৩২ রান। শেষ দিকে শামীমের দুই ছক্কায় ১৫৪ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে থিকশানা দুটি উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার ঝড়ো সূচনা, উইকেটের খোঁজে বাংলাদেশ
মাঝারি রান তাড়া করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনকে টানা তিন চার মেরে ইনিংস শুরু করেন পাথুম নিশাঙ্কা। প্রথম চারটি ছিল কাভার ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে। পরেরটি ডিপ স্কয়ার লেগ দিয়ে। আর তৃতীয় বলে পয়েন্ট দিয়ে স্কয়ার ড্রাইভ করে চার মারেন নিশাঙ্কা। প্রথম ওভারে সাইফউদ্দিন খরচ করেন ১৪ রান। শুরু থেকে হাতখুলে খেলেছেন আরেক ওপেনার কুশল মেন্ডিসও। ৩.১ ওভারেই তারা দলীয় পঞ্চাশে পৌছে যায়।
নিশাঙ্কাকে হাফ সেঞ্চুরি করতে দিলেন না মিরাজ
দারুণ শুরুর পর দলীয় ৭৮ রানে প্রথম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ৪২ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের বলে মিড অন থেকে সামনে এসে দারুণ ক্যাচ নিয়েছেন রিশাদ হোসেন।
মেন্ডিসের ঝড়ো হাফ সেঞ্চুরি, জয়ের অনেক কাছে শ্রীলঙ্কা
নিশাঙ্কা ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়িয়েছেন মেন্ডিস। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কুশল পেরেরা। এই দুজনের ব্যাটে ৮.১ ওভারেই দলীয় ১০০ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। মেন্ডিস এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ৩১ বলে।
জুটি ভাঙলেন রিশাদ
শেষদিকে কুশল পেরেরাকে আউট করেছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের বলে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ হয়েছেন ২৫ বলে ২৪ রান করা এই ব্যাটার। দুটি চার ও এক ছক্কায় এই রান করেছেন পেরেরা। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কার ৪২ রানের জুটি ভাঙলেন বাংলাদেশের এই স্পিনার।
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ক্রিকফ্রেঞ্জি
টেস্টের পর ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। বিশেষ করে লঙ্কানদের দুই ওপেনারই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন।
১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তাতে ভর করেই ১ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। মোহাম্মদ সাইফউদ্দিনকে টানা তিন চার মেরে শুরু করেন নিশাঙ্কা। যদিও লঙ্কান এই ওপেনার আউট হয়েছেন হাফ সেঞ্চুরির আগেই। ৪২ রান করা এই ব্যাটারকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
এরপর আরেকটি জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। এই দুজনের ৪২ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন ২৫ বলে ২৪ রান করা কুশল।
এরপর তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন আভিষ্কা ফার্নান্দো। তবে শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি মেন্ডিস। তিনি শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাভারে শামীম হোসেন পাটোয়ারিকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ব্যক্তিগত ৭৩ রানে। তার ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৩টি চারে। এরপর শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কা।