তৃতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতম

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
১১ জুলাই ২৫

সংক্ষিপ্ত স্কোর

live icon
৮ জুলাই ২৫

শেষ ম্যাচে টস হারল বাংলাদেশ

live icon
৮ জুলাই ২৫

বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন

live icon
৮ জুলাই ২৫

বাংলাদেশকে শুরুতেই উইকেট এনে দিলেন তানজিম

live icon
৮ জুলাই ২৫

ব্রেক থ্রু এনে দিলেন তানভির

live icon
৮ জুলাই ২৫

১০০ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

live icon
৮ জুলাই ২৫

মেন্ডিসের হাফ সেঞ্চুরি, চিন্তা বাড়ছে বাংলাদেশের

live icon
৮ জুলাই ২৫

মেন্ডিসের সেঞ্চুরি-আসালাঙ্কার হাফ সেঞ্চুরি, শ্রীলঙ্কার ২০০

live icon
৮ জুলাই ২৫

ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

live icon
৮ জুলাই ২৫

হিট আউট লিয়ানাগে, শামীমের শিকার সেঞ্চুরিয়ান মেন্ডিস

live icon
৮ জুলাই ২৫

শ্রীলঙ্কাকে তিনশ করতে দিল না বাংলাদেশ

live icon
৮ জুলাই ২৫

জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

live icon
৮ জুলাই ২৫

ছক্কা মারার চেষ্টায় আউট ইমন

live icon
৮ জুলাই ২৫

মিরাজের ছক্কায় বাংলাদেশের একশ

live icon
৮ জুলাই ২৫

তাড়াহুড়ো করতে গিয়ে ফিরলেন মিরাজ

live icon
৮ জুলাই ২৫

ব্যাটিংয়ে আবারও ব্যর্থ শামীম

live icon
৮ জুলাই ২৫

হাফ সেঞ্চুরি করেই ফিরলেন হৃদয়

live icon
৮ জুলাই ২৫

বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা- ২৮৫/৭ (৫০ ওভার) (নিশাঙ্কা ৩৫, মাদুশকা ১, মেন্ডিস ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮)

বাংলাদেশ- ১৮৬/১০ (৩৯.৪ ওভার) (ইমন ২৮, তানজিদ ১৭, শান্ত ০, মিরাজ ২৮, হৃদয় ৫১, শামীম ১২, জাকের ২৭; আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)

৮ জুলাই ২৫

তৃতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতম

সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাই ১-১ ব্যবধানে সমতায়। সিরিজ জয়ের লক্ষ্যে তাই আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কাও। এই ম্যাচের আপডেট পেতে ক্রিকফ্রেঞ্জির সঙ্গেই থাকুন। 


৮ জুলাই ২৫

শেষ ম্যাচে টস হারল বাংলাদেশ

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। ফলে ফিল্ডিং করবে বাংলাদেশ।


৮ জুলাই ২৫

বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় ওয়ানডে খেলেননি তাসকিন আহমেদ। শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন তিনি। ফলে এই ম্যাচে খেলবেন না হাসান মাহমুদ। বাংলাদেশ দলে আর পরিবর্তন নেই। শ্রীলঙ্কা দলেও পরিবর্তন নেই।


বাংলাদেশ একাদশ— তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।


শ্রীলঙ্কা একাদশ— পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও আসিথা ফার্নান্দো।


৮ জুলাই ২৫

বাংলাদেশকে শুরুতেই উইকেট এনে দিলেন তানজিম

প্রথম সাফল্য পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ইনিংসের চতুর্থ ওভার পর্যন্ত। সেই ওভারের প্রথম বলেই নিশান মাদুশকাকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। এই পেসারের ওভার দ্য উইকেটে করা অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মাদুশকা।


৮ জুলাই ২৫

ব্রেক থ্রু এনে দিলেন তানভির

পাওয়ার প্লেতে বাংলাদেশকে আর কোনো সাফল্য পেতে দেননি নিশাঙ্কা ও মেন্ডিস। এই দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লের ১০ ওভারে ৫১ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে এ দুজনে গড়েন ৫৬ রানের জুটি। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন আগের ম্যাচে ৫ উইকেট নেয়া তানভির ইসলাম। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কা ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন পারভেজ হোসেন ইমনকে।


 


 


৮ জুলাই ২৫

১০০ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

কামিন্দু মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের বলে এলবিডব্লিউ করে আউট হয়েছেন ১৬ রান করা কামিন্দু। মিরাজের করা স্টাম্পের জোরের ওপর শর্ট ডেলিভারি পুল করতে গিয়েছিলেন কামিন্দু। তবে ব্যাটে বলে করতে পারেননি তিনি। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন করে বাংলাদেশের ফিল্ডাররা। সাড়া দিতে সময় নেননি আম্পায়ার। এরপর রিভিউ না নিয়েই ড্রেসিং রুমে ফিরে যান তিনি। ফলে ১০০ রানের মধ্যে শ্রীলঙ্কা হারিয়েছে তৃতীয় উইকেট।


৮ জুলাই ২৫

মেন্ডিসের হাফ সেঞ্চুরি, চিন্তা বাড়ছে বাংলাদেশের

একপ্রাপ্ত আগলে রেখে ৫৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। এই লঙ্কান ব্যাটার আগের ম্যাচেও তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। তবে সেই ম্যাচে ইনিংস বড় করতে পারনেননি তিনি। তানজিম সাকিবের বল ডিপ থার্ড ম্যান অঞ্চলে ঠেলে এক ম্যাচ খেলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি।


৮ জুলাই ২৫

মেন্ডিসের সেঞ্চুরি-আসালাঙ্কার হাফ সেঞ্চুরি, শ্রীলঙ্কার ২০০

৩৮তম ওভারে মেহেদী হাসান মিরাজের চতুর্থ বলটি পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিয়ে ৬০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেই সঙ্গে পূরণ হয় দলীয় দুইশও। পরের বলেই ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ চার মেরে ৯৯ রানে পৌঁছান মেন্ডিস। আর ওভারের শেষ বলে লং অফে বল পাঠিয়ে সিঙ্গেল নিয়ে ৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। 


৮ জুলাই ২৫

ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

তৃতীয় উইকেটে আসালাঙ্কা ও মেন্ডিস মিলে দারুণ এক জুটি গড়ে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন। এই দুজনের ১২৪ রানের জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। এই পেসারের বলে বড় শট খেলতে গিয়ে লং অনে মিরাজকে ক্যাচ দিয়ে আউট হন ৬৮ বলে ৫৮ রান করা আসালাঙ্কা। লঙ্কান অধিনায়কের বিদায়ের পর মেন্ডিসকে সঙ্গ দিতে এসেছেন জানিথ লিয়ানাগে।


৮ জুলাই ২৫

হিট আউট লিয়ানাগে, শামীমের শিকার সেঞ্চুরিয়ান মেন্ডিস

জানিথ লিয়ানাগে মিরাজের বলে হয়েছেন হিট উইকেট। মিরাজের বল ব্যাকফুটে এসে মিডউইকেট দিয়ে খেলেছিলেন লিয়ানাগে। কিন্তু রানের জন্য দৌড় শুরুর করার আগেই তার পা গিয়ে লাগে স্টাম্পে। ফলে হিট আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। আউট হওয়ার আগে তিনি ১৭ বলে ১২ রান করেছিলেন। পরের ওভারে সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকে আউট করেছেন শামীম হোসেন পাটোয়ারি। এই স্পিনারের শর্ট লেন্থ বলে বড় শট খেলতে গিয়ে টপ এজ হয়ে বোলারকেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১২৪ রান করা এই বোলার। 


৮ জুলাই ২৫

শ্রীলঙ্কাকে তিনশ করতে দিল না বাংলাদেশ

দারুণ শুরুর পরও শেষের দিকে টানা উইকেট হারানোর কারণে শ্রীলঙ্কার সংগ্রহ ৩০০ ছাড়াতে পারেনি। তবে এতে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব রয়েছে। শেষের দিকে বাংলাদেশের পেসাররা দারুণ বোলিং করে চাপে রাখেন। আর তাতেই শ্রীলঙ্কার ইনিংস থামে ২৮৫ রানে। 


টসে জিতে বল করতে নেমে প্রথম সাফল্য পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে চতুর্থ ওভার পর্যন্ত। তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন নিশান মাদুশকা। তবে এরপর পাওয়ার প্লেতে আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। 


পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস দারুণ খেলে ১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ নিয়ে যান ৫১ রানে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫৬ রানের জুটি। এরপর তানভির ইসলাম ডিপ স্কয়ার লেগে নিশাঙ্কাকে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। নিশাঙ্কা আউট হন ৪৭ বলে ৩৫ রান করে।


তৃতীয় উইকেটে কামিন্দু মেন্ডিসকে থিতু হতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের শর্ট বলে পুল করতে গিয়ে ব্যর্থ হয়ে এলবিডব্লিউ হন কামিন্দু, তার ব্যাট থেকে আসে ১৬ রান। আর তাতেই ১০০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।


বিপর্যয় সামাল দিয়ে কুশল মেন্ডিস ৫৮ বলে তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। লঙ্কান দলপতি ৩৮তম ওভারে মিরাজের বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৬০ বলে। একই ওভারে মেন্ডিস লং অফে সিঙ্গেল নিয়ে ৯৫ বলে পূর্ণ করেন তার সেঞ্চুরি। এই দুই ব্যাটার মিলে ১২৪ রানের জুটি গড়েন।


শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তিনি আসালাঙ্কাকে ৬৮ বলে ৫৮ রানে লং অনে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। এরপর মিরাজের করা ওভারে জানিথ লিয়ানাগে ব্যাকফুটে গিয়ে মিডউইকেট দিয়ে খেলতে গিয়ে হিট উইকেট হয়ে ফেরেন, করেন ১৭ বলে ১২ রান। 


এরপর কুশল মেন্ডিসকেও থামান শামীম হোসেন পাটোয়ারি। তার শর্ট বল টপ এজ হয়ে ক্যাচ দেন মেন্ডিস, ফেরার আগে খেলেন ১২৪ রানের দারুণ ইনিংস। মেন্ডিস শেষ পর্যন্ত থাকলে শ্রীলঙ্কার ইনিংস আরও বড় হতো তা আর বলার অপেক্ষা রাখে না। শেষদিকে টানা তিন ওভারে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। আর তাতেই তাদের তিনশ ছোঁয়া হয়নি।


তাসকিন আহমেদের বলে অফ সাইডে বড় শট খেলতে গিয়ে কাভারে শামীমের হাতে দুর্দান্ত ক্যাচ দিয়ে ফেরেন ৬ রান করা দুনিথ ওয়েলালাগে। এরপর শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরা লোয়ার অর্ডারে দ্রুত কিছু রান যোগ করে লঙ্কানদের লড়াইয়ের পুঁজি এনে দেন। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা ১৮ এবং চামিরা ১০ রানে অপরাজিত থাকেন।


৮ জুলাই ২৫

জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

 


ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮৫ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে মাত্র তিনটি। এরপরও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভালো শুরুর পর বড় স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দুই ওপেনার মিলে যোগ করেছিলেন ১৯ রানও। এরপর হুট করেই বিপর্যয়।


পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ ১৩ বলে ১৭ রান করে আসিথ ফার্নান্দোর শিকার হয়েছেন। এরপর নাজমুল হোসেন শান্ত বোল্ড হয়েছেন দুশমান্থ চামিরার বলে ২০ রানের মধ্যে ২ উইকেট হারালো টাইগাররা। তিন চারে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার তানজিদ।


ফার্নান্দোর বল ফ্লিক করতে গিয়ে প্যাডে লেগে স্টাম্প হারান তানজিদ। এর ফলে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। এরপর  ৩ বল খেলে কোনো রান করতে পারেননি শান্ত। চামিরার বল পুশ করতে গিয়ে অফ স্টাম্পের কানায় বল লেগে বোল্ড হন শান্ত।


৮ জুলাই ২৫

ছক্কা মারার চেষ্টায় আউট ইমন

তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন ফেরার পর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। পাওয়ার প্লের বাকিটা সময় ভালোভাবেই সামাল দিয়েছেন তারা দুজন। তবে পাওয়ার প্লে শেষে চাপে পড়ে যান তারা। চাপ থেকে বের হতে দুনিথ ওয়াল্লালাগের বলে স্লগ সুইপ ছক্কা মারতে গিয়ে সীমানায় নিশান মাদুশকাকে ক্যাচ দিয়েছেন ইমন। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার ফিরেছেন ৪৪ বলে ২৮ রান করে। ইমনের বিদায়ে ভাঙে হৃদয়ের সঙ্গে ৪২ রানের জুটি।


৮ জুলাই ২৫

মিরাজের ছক্কায় বাংলাদেশের একশ

পারভেজ হোসেন ইমন ফেরার পর বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। তাদের দুজনের ব্যাটে েএকশ রান ছুঁয়েছে সফরকারীরা। দুশমন্থ চামিরার শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করে ছক্কা মেরে ১৯.২ ওভারে বাংলাদেশের একশ পূরণ করেছেন মিরাজ।


৮ জুলাই ২৫

তাড়াহুড়ো করতে গিয়ে ফিরলেন মিরাজ

আগের ওভারে দুশমন্থ চামিরাকে ছক্কা মেরে বাংলাদেশের একশ রান পূরণ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে আবারও ছক্কা মারার চেষ্টায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। ওয়াল্লালাগের লেংথ ডেলিভারিতে লফটেড শটে  ছক্কা মারার চেষ্টায় লং অফে জানিথ লিয়ানাগের হাতে ক্যাচ দিয়েছেন। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া মিরাজ আউট হয়েছেন ২৮ রানে।


৮ জুলাই ২৫

ব্যাটিংয়ে আবারও ব্যর্থ শামীম

লিটন দাসের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে ভালো শুরু পেয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তবে ইনিংস বড় করতে পারেননি সেদিন। তৃতীয় ম্যাচেও জ্বলে উঠতে পারলেন না তিনি। বাংলাদেশ যখন চাপে তখন আউট হয়ে আরও চাপ বাড়িয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন ১২ রান করা শামীম।


৮ জুলাই ২৫

হাফ সেঞ্চুরি করেই ফিরলেন হৃদয়

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তাওহীদ হৃদয়। দলের বিপদে তৃতীয় ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। কামিন্দু মেন্ডিসের বলে কভারে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ৭৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন হৃদয়। তবে পঞ্চাশ ছোঁয়ার পর টিকতে পারলেন না তিনি। চামিরারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন হৃদয়।


৮ জুলাই ২৫

বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

রান তাড়ায় তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ভালো শুরুর প্রচেষ্টায় ছিলেন। তবে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ভালো শুরু করতে দেননি আসিথা ফার্নান্দো। ওপেনার তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙেন। একটু পর নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন দুশমন্থ চামিরা। দ্রুত দুই উইকেট হারানোর পর ইমন ও হৃদয় মিলে চাপ সামলানোর চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন পাওয়ার প্লে শেষেই।


মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারিরা দ্রুত ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়। পাল্লেকেলেতে জিততে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। ব্যাটিং নির্ভর উইকেটে সেটা করতে পারারই কথা ছিল। অথচ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও দুইশ ছুঁতে পারেনি সফরকারীরা। বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে টানা ৮ ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা।
 


সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball