live icon

করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
২২ মে ২৫

সাকিবকে এক ওভারের বেশি বোলিং দিলেন না শাহীন আফ্রিদি

live icon
২২ মে ২৫

প্রথম ওভারেই সাকিবের উইকেট

live icon
২২ মে ২৫

বোলিংয়ে লাহোর, একাদশে নেই মিরাজ-রিশাদ

২৩ মে ২৫

করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর

পেশোয়ার জালমির বিপক্ষে ফেরার ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারা সাকিব আল হাসান বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে বল হাতে নিয়েই অবশ্য উইকেটের দেখা পেয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। নিজের করা প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে ফিরিয়েছিলেন জেমস ভিন্সকে। এমন বোলিংয়ের পরও অবশ্য সাকিবকে আর বোলিংয়েই আনেননি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। 


বোলিংয়ে এক উইকেট নেয়া সাকিবের সুযোগ হয়নি ব্যাটিংয়ে নামার। ফখর জামান, আব্দুল্লাহ শফিক ও কুশল পেরেরার ব্যাটে করাচির ১৯১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে লাহোর। করাচিতে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা করে নিয়েছেন শাহীন আফ্রিদি-সাকিবরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৩ মে তাদের প্রতিপক্ষ কোয়ালিফায়ারে হারা শাদাব খান-ইমাদ ওয়াসিমদের ইসলামাবাদ ইউনাইটেড। 


২২ মে ২৫

সাকিবকে এক ওভারের বেশি বোলিং দিলেন না শাহীন আফ্রিদি

টস জিতে ব্যাটিংয়ে নেমে করাচিকে ঝড়ো শুরু এনে দেন টিম সেইফার্ট এবং ওয়ার্নার। তাদের দুজনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে করাচি। যদিও তাদের দুজনের জুটি ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি শাহীন আফ্রিদি। বাঁহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে আসিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সেইফার্ট। ৩ চারে ৮ বলে ১৬ রান করে নিউজিল্যান্ড ব্যাটার ফিরলে ভাঙে ওয়ার্নারের সঙ্গে ৪৩ রানের উদ্বোধনী জুটি। একপ্রান্তে ওয়ার্নার দ্রুত রান তুললেও সুবিধা করতে পারেননি জেমস ভিন্স। 


পাওয়ার প্লে শেষে সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন শাহীন আফ্রিদি। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে নিজের প্রথম ওভারেই ভিন্সকে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার। সাকিবের লেগ সাইডের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নাইমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাদ বাগও। পেসার হারিস রউফের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে পেরেরাকে ক্যাচ দিয়েছেন তিনি। 


দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। যদিও হারিস ক্যাচ নিতে পারলে পঞ্চাশ ছোঁয়ার আগেই ফিরতে পারতেন অস্ট্রেলিয়ান ওপেনার। হাফসেঞ্চুরির পর ওয়ার্নার জীবন পেয়েছেন নাইম ক্যাচ ফেলে দিলে। একটু পর আউট হয়েছেন ইরফান খান। ভালো শুরু পাওয়া এই ব্যাটারকে ফিরিয়েছেন জামান খান। দু’বার জীবন পাওয়া ওয়ার্নারকে সেঞ্চুরি করতে দেননি নাইম। ডানহাতি অফ স্পিনারের লেগ সাইডের বলে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে জামানের হাতে ক্যাচ দিয়েছেন। 


৩ ছক্কা ও ৮ চারে ৫২ বলে ৭৫ রানের ইনিংস খেলে ফিরেছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। ওয়ার্নার ফেরার পর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নবি, আব্বাস আফ্রিদিরা। শেষেরে দিকে খুশদিলের ১৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে দুইশর কাছাকাছি গেছে তাদের দলের রান। করাচির ১৯০ রানের দিনে লাহোরের হয়ে তিনটি উইকেট নিয়েছেন হারিস। এ ছাড়া শাহীন আফ্রিদি দুটি, জামান, নাইম ও সাকিব নিয়েছেন একটি করে উইকেট।


২২ মে ২৫

প্রথম ওভারেই সাকিবের উইকেট

ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ততক্ষণে উইকেটে থিতু হয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। সাকিব আউট করেছেন ৯ বলে ৪ রান করা ভিন্সকে। সেই ওভারে সাকিব খরচ করেন মাত্র ৪ রান। সাকিবকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ভিন্স ক্যাচ দিয়েছেন সীমানায় ক্যাচ দিয়েছেন মোহাম্মদ নাইমের হাতে।


২২ মে ২৫

বোলিংয়ে লাহোর, একাদশে নেই মিরাজ-রিশাদ

আজ বাংলাদেশ সময় রাত ৯ টায় করাচি কিংসের বিপক্ষে খেলতে নামছে সাকিব-শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স। জয় পেলে দলটি পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেড। এমন ম্যাচেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে করাচি কিংস। লাহোরের হয়ে পিএসএলে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে তাদের বাইরে রেখেই একাদশ সাজিয়েছে লাহোর। একাদশে আছেন শুধু সাকিব।


সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball