মুস্তাফিজকে একাদশে নিয়ে আগে ব্যাটিংয়ে দিল্লি

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
১৮ মে ২৫

মুস্তাফিজকে নিয়ে দিল্লির একাদশ যেমন

live icon
১৮ মে ২৫

সাকিবের ম্যাচে টস বিলম্ব

live icon
১৮ মে ২৫

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত

live icon
১৮ মে ২৫

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী সাকিবের লাহোর বাদ?

live icon
১৮ মে ২৫

থেমেছে বৃষ্টি, সরানো হচ্ছে কাভার

live icon
১৮ মে ২৫

মাঠ পর্যবেক্ষণের সময় জানালেন ম্যাচ অফিসিয়ালসরা

live icon
১৮ মে ২৫

রাহুলের সেঞ্চুরিতে দিল্লির পুঁজি ২৯৯

live icon
১৮ মে ২৫

কমে গেল সাকিবদের ম্যাচের দৈর্ঘ্য

live icon
১৮ মে ২৫

প্রথম ওভারে মিতব্যয়ী মুস্তাফিজ

live icon
১৮ মে ২৫

জানা গেল সাকিবদের ম্যাচ শুরুর সময়

live icon
১৮ মে ২৫

টস হেরে ব্যাটিংয়ে লাহোর, একাদশে সাকিব

live icon
১৮ মে ২৫

দ্বিতীয় ওভারেও গিল-সুদর্শনকে আটকে রাখলেন মুস্তাফিজ

live icon
১৮ মে ২৫

তৃতীয় ওভারে একটু খরুচে মুস্তাফিজ

live icon
১৮ মে ২৫

দিল্লিকে উড়িয়ে প্লে অফে গুজরাট

live icon
১৮ মে ২৫

৬ মাস পর ক্রিকেটে ফিরে সাকিবের গোল্ডেন ডাক

live icon
১৯ মে ২৫

প্রথম ওভারে ৫ রান দিলেন সাকিব

live icon
১৯ মে ২৫

সাকিবের এক ওভারে দুই ছক্কা মারলেন দানিয়াল

live icon
১৯ মে ২৫

প্লে-অফে সাকিবের লাহোর

১৮ মে ২৫

মুস্তাফিজকে একাদশে নিয়ে আগে ব্যাটিংয়ে দিল্লি

স্বাগতম ক্রিকফ্রেঞ্জির ম্যাচ আপডেটে। আজকে রাতে মাঠে নামছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। এই আপডেটে আমরা আপনাদের জানানো এই দুই তারকার পারফরম্যান্সের বিস্তারিত।


দিল্লি মাঠে নামছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। ফলে আগে ব্যাটিংয়ে নামবে দিল্লি। দিল্লির একাদশে আছেন মুস্তাফিজুর রহমান।


১৮ মে ২৫

মুস্তাফিজকে নিয়ে দিল্লির একাদশ যেমন

গুজরাট টাইটান্স (একাদশ)-


শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।


দিল্লি ক্যাপিটালস (একাদশ)-


ফাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল, সামির রিজভি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টিয়ান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপ্রাজ নিগাম, কুলদীপ যাদব, থাঙ্গারাসু নাটারাজন ও মুস্তাফিজুর রহমান।


১৮ মে ২৫

সাকিবের ম্যাচে টস বিলম্ব

রাওয়াপিন্ডি স্টেডিয়াম এলাকায় ঝড়ো বাতাস বইয়ে যাওয়ার কারণে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের টস বিলম্ব। এখন পর্যন্ত বৃষ্টি না আসলেও উইকেট ঢেকে দেয়ার জন্য কাভার নিয়ে প্রস্তুত হয়ে আছেন মাঠকর্মীরা। ফলে স্বাভাবিকভাবেই খানিকটা দেরিতে অনুষ্ঠিত হবে টস।


১৮ মে ২৫

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত

লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের টসের আগে আচমকা ঝড়ো বাতাস বইতে শুরু করে। একটু পরই শুরু হয় বৃষ্টি। পাশাপাশি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বজ্রপাতও হচ্ছে। অনুমেয়ভাবেই সময় মতো অনুষ্ঠিত হচ্ছে না লাহোর ও পেশোয়ারের ম্যাচের টস।


১৮ মে ২৫

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী সাকিবের লাহোর বাদ?

পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচের সময় রাওয়ালপিন্ডিতে বর্তমানে বৃষ্টি হচ্ছে। প্রশ্ন হচ্ছে বৃষ্টির কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে সাকিব আল হাসানের লাহোরের ভাগ্যে কী আছে। 


বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে লাহোর। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার আছে পাঁচ নম্বরে। এমন অবস্থায় ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। যার ফলে ১০ পয়েন্ট নিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেবে সাকিবের লাহোর। বিপরীতে ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাবর আজমের পেশোয়ার।


১৮ মে ২৫

থেমেছে বৃষ্টি, সরানো হচ্ছে কাভার

রাওয়ালপিন্ডিতে প্রায় ঘণ্টাখানেক পর থেমেছে বৃষ্টি। ফলে সরানো হচ্ছে কাভার। ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করতে কাজ করছেন মাঠকর্মীরা। ধারণা করা হচ্ছে, কাভার সরিয়ে নেয়ার পর মাঠ পর্যবেক্ষণে যাবেন ম্যাচ অফিসিয়ালসরা।


১৮ মে ২৫

মাঠ পর্যবেক্ষণের সময় জানালেন ম্যাচ অফিসিয়ালসরা

বৃষ্টি থেমে যাওয়া কাভার সরানোর কাজ করছেন মাঠ কর্মী। ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হওয়ায় মাঠ প্রস্তুত করতে খানিকটা সময় লাগবে তাদের। জানা গেছে, বাংলাদেশ সময় রাত ১০ টা ২০ মিনিটে মাঠ পর্যবেক্ষণে যাবেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে তখনই জানা যাবে টস ও ম্যাচ শুরুর সময়।


১৮ মে ২৫

রাহুলের সেঞ্চুরিতে দিল্লির পুঁজি ২৯৯

গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১২ রান করেন লোকেশ রাহুল। তার ৪টি ছক্কা ও ১৪ চারে সাজানো ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই দিল্লি হারায় ফাফ ডু প্লেসির উইকেট। এই প্রোটিয়া ব্যাটার আরশাদ খানের বলে মিড অনে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।


দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েলকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন রাহুল। আর তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দিল্লি। পোড়েল ১৯ বলে ৩০ রান করে ফেরেন শাই কিশোরের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে। এরপর অক্ষর প্যাটেলকে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন রাহুল।


তৃতীয় উইকেটে তাকে নিয়ে রাহুল যোগ করেন  ৪৫ রান। দিল্লির অধিনায়ক অবশ্য বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি ১৬ বলে ২৫ করেই আউট হন প্রসিধ কৃষ্ণার শিকার হয়ে। এরপর চতুর্থ উইকেটে ট্রিস্টিয়ান স্টাবসকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে ইনিংস শেষ করে আসেন রাহুল। স্টাবস অপরাজিত থাকেন ১০ বলে ২১ রান করে। রাহুল এদিন মাত্র ৬০ বলে সেঞ্চুরি তুলে নেন। এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ৮ হাজার রানের মাইলফলকেও পৌঁছেছেন রাহুল।


 


১৮ মে ২৫

কমে গেল সাকিবদের ম্যাচের দৈর্ঘ্য

বৃষ্টির কারণে লম্বা একটা সময় ভেস্তে যাওয়ায় লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের প্রতি ইনিংস হবে ১৩ ওভারে। তিনজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বোলিং করতে পারবেন আর দুজন বোলার করতে পারবেন দুই ওভার করে। এ ছাড়া ১-৪ ওভার রাখা হয়েছে পাওয়ার প্লে।


১৮ মে ২৫

প্রথম ওভারে মিতব্যয়ী মুস্তাফিজ

জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে গুজরাট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শুভমান ও সাই সুদর্শন। তবে তাদের লাগাম টানতে ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন মুস্তাফিজ। সেই ওভারে মাত্র ৬ রান খরচ করেন এই টাইগার পেসার।  তার ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি গুজরাটের দুই ওপেনার।


১৮ মে ২৫

জানা গেল সাকিবদের ম্যাচ শুরুর সময়

বৃষ্টির কারণে লম্বা একটা সময় ভেস্তে যাওয়ায় লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের প্রতি ইনিংস হবে ১৩ ওভারে। তিনজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বোলিং করতে পারবেন আর দুজন বোলার করতে পারবেন দুই ওভার করে। এ ছাড়া ১-৪ ওভার রাখা হয়েছে পাওয়ার প্লে। টস হবে রাত ১০ টা ৩০ মিনিটে এবং ম্যাচ শুরু ১০ টা ৪৫ মিনিটে।


১৮ মে ২৫

টস হেরে ব্যাটিংয়ে লাহোর, একাদশে সাকিব

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে লাহোর কালান্দার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।


লাহোর কালান্দার্স- ফখর জামান, মুহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।


১৮ মে ২৫

দ্বিতীয় ওভারেও গিল-সুদর্শনকে আটকে রাখলেন মুস্তাফিজ

ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। তিনি সেই ওভারে খরচ করেন ৭ রান। চতুর্থ বলে তাকে ডিপ পয়েন্ট দিয়ে একটি চার মারেন সুদর্শন। এর বাইরে তিনটি সিঙ্গেল খরচ করেন মুস্তাফিজ।


১৮ মে ২৫

তৃতীয় ওভারে একটু খরুচে মুস্তাফিজ

মুস্তাফিজ রান আটকে রাখলেও তার বাকি সতীর্থরা দেদারসে রান বিলিয়েছেন। গিল-সুদর্শনকে কোনো ঝুঁকিতেই ফেলতে পারেননি দিল্লির বোলাররা। সুদর্শন মাত্র ৩০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাতে ভর করে ১০.৪ ওভারেই দলীয় একশ পূরণ করে গুজরাট। খানিক বাদে গিল হাফ সেঞ্চুরিতে পৌঁছান ৩৩ বলে।  ইনিংসের ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। সেই ওভারে তিনি খরচ করেন ১১ রান। প্রথম দুই বলেই তাকে দুটি চার মারেন সুদর্শন। প্রথমটি ফাইন লেগ দিয়ে। আর পরেরটি থার্ড ম্যান অঞ্চল দিয়ে।


১৮ মে ২৫

দিল্লিকে উড়িয়ে প্লে অফে গুজরাট

গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১২ রান করেন লোকেশ রাহুল। তার ৪টি ছক্কা ও ১৪ চারে সাজানো ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। এমন ইনিংসের পর রাহুলেরই নায়ক হওয়ার কথা ছিল ম্যাচের। তবে তাকে দর্শক বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন। বিশেষ করে সুদর্শন ছিলেন অনবদ্য।


তার অপরাজিত সেঞ্চুরির সুবাদেই ১০ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে গুজরাট। সুদর্শন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ বলে ১০৮ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ১২টি চারে। অন্যপ্রান্তে সেঞ্চুরি না পেলেও গিল খেলেছেন ৫৩ বলে ৯৩ রানের ইনিংস। আর তাতেই প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে গুজরাট।


১৮ মে ২৫

৬ মাস পর ক্রিকেটে ফিরে সাকিবের গোল্ডেন ডাক

টস হেরে ব্যাটিংয়ে লাহোরকে দারুণ শুরু এনে দেন নাইম ও ফখর। তাদের দুজনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে লাহোর। ইনিংসের চতুর্থ ও পাওয়ার প্লের শেষ ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। ড্যানিয়েল শামসের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টায় সামাদের হাতে ক্যাচ দিয়েছেন নাইম। তিন চার ও এক ছক্কায় মাত্র ১০ বলে ২২ রান করেছেন ডানহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার ফখর। 


তিনে নেমে সুবিধা করতে পারেননি আব্দুল্লাহ শফিক। ৪ বলে ৫ রান করে আউট হয়েছেন আলী রাজার বলে। পরবর্তীতে জুটি গড়ে তোলার চেষ্টা করেন পেরেরা ও ফখর। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর তাদের জুটি ভাঙে রান আউটে। লাহোরের হয়ে নিজের অভিষেক ম্যাচে ৮ বলে ১৭ রান করেছেন পেরেরা। সিকান্দার রাজাও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আলী রাজার অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রাজা।


নিজের খেলা প্রথম দুই বলে দুই ছক্কা মারা আসিফ আলী আউট হয়েছেন ১৮ রানে। পরের ওভারে আউট হয়েছেন সাকিব। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাঁহাতি এই ব্যাটার আহমেদ দানিয়ালের স্লোয়ার ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন। পরের ওভারে ফিরেছেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস খেলা ফখর। শেষ পর্যন্ত ১৩ ওভারে ১৪৯ রানের পুঁজি পেয়েছে লাহোর। পেশোয়ারের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্যামস, আলী রাজা ও দানিয়াল।


১৯ মে ২৫

প্রথম ওভারে ৫ রান দিলেন সাকিব

পাওয়ার প্লে শেষে ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো সাকিবের হাতে বল তুলে দেন শাহীন আফ্রিদি। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। সাকিবকে বাউন্ডারি মারতে পারেননি বাবর আজম ও মাজ সাদাকাতের কেউই।


১৯ মে ২৫

সাকিবের এক ওভারে দুই ছক্কা মারলেন দানিয়াল

ইনিংসের দশম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে এসেছিলেন সাকিব। তবে আহমেদ দানিয়ালের বিপক্ষে সুবিধা করতে পারেননি বাঁহাতি স্পিনার। ২ ছক্কায় দিয়েছেন ১৩ রান। সবমিলিয়ে ২ ওভারে ১৮ রান খরচা করেছেন সাকিব। 


১৯ মে ২৫

প্লে-অফে সাকিবের লাহোর

পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি তিনি। ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে আহমেদ দানিয়ালকে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন তারকা এই অলরাউন্ডার। বোলিংয়েও দিনটা ভালো যায়নি সাকিবের। 


ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে মাত্র ৫ রান দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে দুই ছক্কায় সাকিব খরচ করেছেন ১৪ রান। সবমিলিয়ে ২ ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। সাকিবের এমন মলিন দিনেও জয় পেয়েছে লাহোর। আগে ব্যাটিং করে ফখর জামানের হাফ সেঞ্চুরিতে ১৪৯ রান তোলে তারা। বৃষ্টিবিঘ্নিত দিনে ১৩ ওভারে দেড়শ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস ও বাবর আজমরা। পেশোয়ারকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নিয়েছে লাহোর।


সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball