লাহোর—পেশাওয়ার ম্যাচে আপনাদের স্বাগত!

author-image
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
live icon
২৪ এপ্রিল ২৫

রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

live icon
২৪ এপ্রিল ২৫

একটি করে ছক্কা ও চার মেরেই শেষ রিশাদ

live icon
২৪ এপ্রিল ২৫

সিকান্দার রাজার হাফ সেঞ্চুরিতে রিশাদের দলের সংগ্রহ ১২৯

live icon
২৪ এপ্রিল ২৫

প্রথম ওভারে রিশাদ দিলেন ৭ রান

live icon
২৫ এপ্রিল ২৫

দ্বিতীয় ওভারেও একটি বাউন্ডারি হজম করলেন রিশাদ

live icon
২৫ এপ্রিল ২৫

রিশাদের লাহোরকে হেসেখেলে হারাল বাবরের পেশাওয়ার

২৪ এপ্রিল ২৫

লাহোর—পেশাওয়ার ম্যাচে আপনাদের স্বাগত!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমির ম্যাচে আপনাদের সবাইকে স্বাগত!


২৪ এপ্রিল ২৫

রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

লাহোর কালান্দার্সের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পেশাওয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ফলে টস হেরে আগে ব্যাটিং করতে হবে লাহোরকে।


২৪ এপ্রিল ২৫

একটি করে ছক্কা ও চার মেরেই শেষ রিশাদ

পেশাওয়ার জালমির বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ফখর জামান, স্যাম বিলিংসরা। শুরু থেকে নিয়মিত উইকেট হারানোয় ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে লাহোর কালান্দার্সকে। ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে নেমে একটি করে ছক্কা ও চার মেরে ১৩ বলে ১৩ রান করে আউট হয়েছেন রিশাদ হোসেন। 


২৪ এপ্রিল ২৫

সিকান্দার রাজার হাফ সেঞ্চুরিতে রিশাদের দলের সংগ্রহ ১২৯

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৯ রান করেছে লাহোর কালান্দার্স। নিয়মিত বিরতিতে উইকেট পতনের দিনে সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংসে এই সংগ্রহ গড়েছে লাহোর। এ ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। একটি ছক্কা ও একটি চারে ১৩ বলে ১৩ রান করেন রিশাদ হোসেন


২৪ এপ্রিল ২৫

প্রথম ওভারে রিশাদ দিলেন ৭ রান

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'তে তিন উইকেটে ৫২ রান তোলে পেশাওয়ার। নবম ওভারে বোলিংয়ে ডাক পড়ে রিশাদের। নিজের প্রথম ওভারে সাত রান দেন এই লেগি। ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভারে তাকে চার হাঁকান বাবর আজম। এই ওভারে আরো তিনটি সিঙ্গেলস দেন তিনি।


২৫ এপ্রিল ২৫

দ্বিতীয় ওভারেও একটি বাউন্ডারি হজম করলেন রিশাদ

১১তম ওভারে আবারো বোলিং করেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুই রান দেন তিনি, দ্বিতীয় বলে দেন এক রান। তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর। চতুর্থ বলটি ওয়াইড লেংথে গুগলি দিয়েছিলেন রিশাদ, সেটিকে কাট করে থার্ড ম্যান সীমানা দিয়ে চার মারেন হুসেইন তালাত। এরপরের দুটি বলে দুই রান ও সিঙ্গেল নেন তালাত। এই ওভারে ১১ রান দেন রিশাদ। 


২৫ এপ্রিল ২৫

রিশাদের লাহোরকে হেসেখেলে হারাল বাবরের পেশাওয়ার

লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না পেশাওয়ার জালমি। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। ১৬.৪ ওভারে এই লক্ষ্য তাড়া করে দলটি। বাবর ৪২ বলে ৫৬ এবং তালাত ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। দুজনের জুটি ছিল ৯৩ রানের। রিশাদের দলে অধিনায়ক আফ্রিদি ২২ রান খরচায় দুই উইকেট নেন, একটি উইকেট নেন হারিস রউফ।


সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball