সংক্ষিপ্ত স্কোর
বৃষ্টির কারণে ভেসে গেল প্রথম ঘণ্টা
থেমেছে বৃষ্টি, সরিয়ে নেয়া হলো কাভার
খেলা শুরুর সময় নির্ধারণ
মুজারাবানির বাউন্সারে পরাস্ত জয়
হাফ সেঞ্চুরি করা হলো না মুমিনুলের
আবারো ব্যর্থ মুশফিক
চার মেরে শান্তর হাফ সেঞ্চুরি
আলোকস্বল্পতায় বন্ধ খেলা
১১২ রানে এগিয়ে বাংলাদেশ, চতুর্থ দিন ১৫ মিনিট আগে খেলা শুরু
সংক্ষিপ্ত স্কোর
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৯১/১০ (৬১ ওভার) (মুমিনুল ৫৬, শান্ত ৪০; মাসাকাদজা ৩/২১, মুজারাবানি ৩/৫০)
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)- ২৭৩/১০ (৮০.২ ওভার) (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৯৪/৪ (৫৭ ওভার) (সাদমান ৪, জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুশফিক ৪, জাকের ২১*)
সিলেটে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি
বৃষ্টির কারণে থেমে আছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন সকাল থেকেই বৃষ্টি পড়ছে। একটু আগেই মাঠে উপস্থিত হয়েছে দুই দলের ক্রিকেটাররা।
এই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছে এক উইকেটে ৫৭ রান। মাহমুদুল হাসান জয় ২৮ এবং মুমিনুল হক ১৫ রানে ব্যাটিংয়ে আছেন।
বৃষ্টির কারণে ভেসে গেল প্রথম ঘণ্টা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবহাওয়া পরিস্থিতির একেবারেই উন্নতি নেই। বৃষ্টি এখনো থামেনি। বেরসিক বৃষ্টির কারণে প্রথম ঘণ্টায় কোনো খেলাই হতে পারল না।
উইকেট ও এর আশপাশের জায়গা কভার দিয়ে ঢাকা। খেলা শুরুর হবে এই প্রত্যাশা নিয়ে নির্ধারিত সময়ে মাঠে আসে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। কিন্তু ড্রেসিং রুমেই সময় পার করছে তারা।
থেমেছে বৃষ্টি, সরিয়ে নেয়া হলো কাভার
প্রায় দেড় ঘণ্টা টানা বৃষ্টির পর এখন থেমেছে। সরিয়ে নেয়া হয়েছে কাভার। মাঠ শুকানোর কাজে নেমে পড়েছেন মাঠকর্মীরা। খেলার জন্য মাঠ প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও হয়নি।
খেলা শুরুর সময় নির্ধারণ
বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করে তোলার চেষ্টা চলছে। ইতোমধ্যেই মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররা। খেলা শুরুর সময় নির্ধারণ করে দিয়েছেন তারা। বেলা একটায় শুরু হবে ম্যাচের দ্বিতীয় সেশন। চলবে ৩.২০ টা পর্যন্ত।
এরপর চা-বিরতি শুরু হবে, চলবে ৩.৪০ টা পর্যন্ত। শেষ সেশন চলবে ৩.৪০ টা থেকে ৬ টা পর্যন্ত।
মুজারাবানির বাউন্সারে পরাস্ত জয়
খেলা শুরু হওয়ার পর থেকেই শর্ট বলে ভুগছিলেন মাহমুদুল হাসান জয়। বেশীক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। ব্লেসিং মুজারাবানির শর্ট বল বাউন্সারেই পরাস্ত হলেন এই ওপেনার। পিচের কারণে সৃষ্ট অতিরিক্ত পেস সামাল দিতে না পেরে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন জয়।
ক্যাচটি লুফে নেন ক্রেইগ আরভিন। ৬৫ বলে ৩৩ রান করে ফিরে যেতে হয় জয়কে। ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারে। ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হকের সঙ্গে জয়ের জুটিটি দলের রানের খাতায় ৬০ রান যুক্ত করে।
হাফ সেঞ্চুরি করা হলো না মুমিনুলের
উইকেটে এসেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন নাজমুল হোসেন শান্ত। রিচার্ড এনগারাভার করা ২৩তম ওভারে চারটি চার হাঁকান তিনি। তার আগ্রাসী মনোভাবে সেই ওভারেই লিডের দেখা পায় বাংলাদেশ। ২৩.৪ ওভারে দলীয় শতক স্পর্শ করে বাংলাদেশ।
দারুণ ব্যাটিংয়ে জুটির হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। যদিও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করতে পারেননি মুমিনুল। ৮৪ বলে ৪৭ রান করে ভিক্টর নিয়াউচির শর্ট ডেলিভারিতে ফিরে যান মুমিনুল। বল মুমিনুলের ব্যাটের উপরের অংশে লেগে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর গ্লাভসে জমা হয়।
ছয়টি চারে সাজানো ছিল মুমিনুলের ইনিংস। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তার বিদায়ে ভাঙে ৯১ বল স্থায়ী ৬৫ রানের জুটি।
আবারো ব্যর্থ মুশফিক
মুমিনুলের বিদায়ের পর ৩৭.৪ ওভারে দেড়শ রান স্পর্শ করে বাংলাদেশ। যদিও দলীয় ১৫৫ রানে বিদায় নেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ভুগতে দেখা যায় মুশফিককে।
ব্লেসিং মুজারাবানির চতুর্থ স্টাম্প তাক করা বাউন্সারে খোঁচা মেরে প্রথম স্লিপে ক্যাচ দেন মুশফিক।ক্যাচটি লুফে নেন ক্রেইগ আরভিন। ২০ বলে চার রান করে আফসোস করতে করতে মাঠ ছাড়েন মুশফিক। তিনি ফেরার সঙ্গে সঙ্গে চা-বিরতিতে যায় বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
চার মেরে শান্তর হাফ সেঞ্চুরি
চা-বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন জাকের আলী। দলের রান বাড়াতে থাকেন তিনি। অপরপ্রান্তে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত একটু ধীরগতিতে এগিয়ে যাচ্ছিলেন। ৮৫তম বলে এক্সট্রা কাভারে চার মেরে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। টেস্ট ক্যারিয়ারের এটি তার পঞ্চম হাফ সেঞ্চুরি।
আলোকস্বল্পতায় বন্ধ খেলা
বৃষ্টির কারণে সকালের প্রথম সেশনের পুরোটা সময়ই ভেস্তে গেছে। দ্বিতীয় সেশনে খেলা হলেও শেষ বিকেলে সিলেটে দেখা দিয়েছে আলোকস্বল্পতা। যার ফলে আপাতত খেলা বন্ধ আছে।
১১২ রানে এগিয়ে বাংলাদেশ, চতুর্থ দিন ১৫ মিনিট আগে খেলা শুরু
ক্রিকফ্রেঞ্জি
আলোকস্বল্পতার কারণে সময়ে একটু আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ফলে বুধবার (২৩ এপ্রিল) ১৫ মিনিট আগে খেলা শুরু হবে। এদিকে বৃষ্টির কারণে দিনের প্রথম সেশন ভেস্তে গেছে। দুপুর একটা নাগাদ খেলা শুরু হওয়ার পর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ব্যাটে দিনের বাকিটা সময় পার করে স্বাগতিকরা। জিম্বাবুয়ের চেয়ে ১১২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামবেন শান্ত ও জাকের।