নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন না স্মিথ

ছবি:

বল টেম্পারিংয়ের জন্য এক বছরের জন্য আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ স্টিভ স্মিথ। অজি দলের অধিনায়কত্ব করতে পারবেন না আগামী দুই বছর। সঙ্গী ডেভিড ওয়ার্নারও পেয়েছেন একই শাস্তি।
তবে গুঞ্জন উঠেছিল এবং ধারণা করা হচ্ছিলো নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করবেন স্মিথ। তবে এমন কিছুই ঘটার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বয়ং স্টিভ স্মিথ!
বুধবার দিন নিজের টুইটারে অজি দলের সাবেক এই অধিনায়ক লিখেছেন, 'এমন (কঠিন) পরিস্থিতি পেছনে ফেলতে যা করা লাগে আমি তা করবো। আবারো আমার দেশের প্রতিনিধিত্ব করবো।

'তবে আমি আগেই বলেছি যে অধিনায়ক হিসেবে যা কিছু ঘটেছে তার দায় আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবো না আমি। ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে কঠিন বার্তা দিয়েছে। আর আমি তা মেনে নিয়েছি।'
একই ধারণা করা হচ্ছিলো ডেভিড ওয়ার্নারকে নিয়েও। তবে ওয়ার্নার আপিল করবেন কিনা সেই ব্যাপারে এখনো জানা যায়নি। আর নয় মাসের নিষেধাজ্ঞার জন্য বেনক্রাফট আপিল করবেন কিনা- সে বিষয়েও কিছু জানা যায়নি।