'নিরাপত্তার অজুহাত দেওয়ার দিন শেষ'

ছবি:

ঘরের মাটিতে উইন্ডিজকে ধবল ধোলাই (৩-০) করে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। সিরিজ শেষ করার পর তার বিশ্বাস, এবার অন্তত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান বয়কট করবে না কেউ। মঙ্গলবারের ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান,
'আমার মনে হয়না আর কারো পাকিস্তানে আসতে কোনও সমস্যা আছে। তাদের অজুহাত থাকার কথা না। আজকেও দেখেন, শেষ ম্যাচেও অনেক দর্শক হয়েছে। করাচির লোকজন বিশ্বকে ক্রিকেট খেলতে আসার আমন্ত্রন জানিয়েছে।

'আমার মনে হয়, সত্যিই আর কারো অজুহাত দেওয়ার কিছু নেই। বিশ্বসেরা একাদশও পাকিস্তান ঘুরে গিয়েছে। পিএসএলের ফাইনালও হয়েছে করাচিতে। শ্রীলংকাও এসেছে পাকিস্তানে। এই বছর বা আগামী বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবেই।'
এদিকে পাকিস্তান সফরে এই দলে ছিলেন না ক্রিস গেইল সহ নিয়মিত কয়েকজন ক্রিকেটার। তুলনামূলক খর্বশক্তির দল নিয়েই উইন্ডিজ দল পা রাখে পাকিস্তানে। তবে একথা মানতে নারাজ সরফরাজ আহমেদ। নিজের যুক্তি স্থাপন করতে গিয়ে তিনি জানিয়েছেন,
'কেউ যদি বলে উইন্ডিজের 'বি' দল এসেছে পাকিস্তানে সেটা অবশ্যই খারাপ হবে। আমরা ভালো খেলেই জিতেছি। এই দলের আটজন ক্রিকেটার উইন্ডিজ সফরেও ছিল। এদের মধ্যে চারজন পিএসএল খেলা ক্রিকেটার।'