কিংবদন্তী ওয়ালশকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন

ছবি:

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টের পঞ্চম দিনে সমান তালে লড়াই করছে দুই দল। ম্যাচটি জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৯০ রান। আর ম্যাচটি জিতে সিরিজ সমতায় শেষ করতে ইংল্যান্ডের দরকার চার উইকেট।
খেলার এমন অবস্থায় দারুণ এক রেকর্ড করেছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। নিজের ১৭তম ওভার শেষ করেই তিনি সৃষ্টি করলেন বিরল এক রেকর্ড। টেস্ট ক্যারিয়ারে তার ডেলিভারির সংখ্যা এখন ৩০০২০টি। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ডেলিভারির সংখ্যা ৩০০২৬ টি)।

আর এটাই পেসারদের মধ্যে সর্বোচ্চ। সহজ কোথায়, পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি বল করেছেন ৩৫ বছর বয়সী অ্যান্ডারসনের। আর এরইসাথে তিনি অতিক্রম করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তী পেসার এবং বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।
ওয়ালশের মোট বল ডেলিভারির সংখ্যা ৩০০১৯ টি। তবে টেস্টে সবচেরে বেশি বল ডেলিভারির তালিকার শীর্ষ তিনেই আছেন তিন কিংবদন্তী স্পিনার। এরা হচ্ছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৪৪০৩৯ টি), ভারতের অনিল কুম্বলে (৪০৮৫০ টি) এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৪০৭০৫ টি)।
আর এই তিনজনের পরেই অবস্থান অ্যান্ডারসনের। ১৩৫ টি টেস্ট খেলে ২.৯০ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ৫২৬ টি, যা পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ (৫৬৩ উইকেট নিয়ে শুধুমাত্র পেসারদের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা)।