স্টোকসের অন্যরকম অপরাধ বোধ!

ছবি:

পিঠের ব্যথা নিয়ে রীতিমতো অপরাধ বোধ কাজ করছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। আর এই কারণে নিজের বলের গতিও কমিয়ে দিতে হয়েছে স্টোকসকে।
উল্লেখ্য, নাইট ক্লাব বিতর্কের জন্য নিষেধাজ্ঞা শেষ করে কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই ইংলিশ অলরাউন্ডার। আর ফেরার পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পুনরায় পিঠে ব্যথা পান তিনি।
ইনজুরিটি (ব্যথা) কঠিন কিছু নয়। তবে স্টোকস এই ইনজুরি নিয়ে ছোটোবেলা থেকেই ঘুরছেন। এই ইনজুরির কারণে বলের পেস বাড়াতেও পারছেন না তিনি, কেননা পেস বাড়ানোর জন্য লম্বা রান আপ নিলেই পিঠে চাপ দিতে হয় তার।

এসব নিয়েই রীতিমতো 'অপরাধ বোধে' ঘুরছেন স্টোকস। ইংল্যান্ড দলের বোলিং কোচ ক্রিস সিল্ভারউডের সঙ্গে এসব নিয়ে কাজ করছেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছেন,
'বিষয়টা অবশ্যই হতাশার। আরও বেশ কয়েক বছর আগে ইনজুরিতে পরে আমি বেশ কিছু ইনজেকশন নিয়েছিলাম। তবে ধীরে ধীরে ব্যাথা ভালো হচ্ছে। ধৈর্যের সঙ্গেও পরীক্ষা দিতে হচ্ছে আমাকে। আশা করবো, এক সপ্তাহের মধ্যে সব ঠিক হবে।
'এটা নিয়ে আমি লম্বা সময় ধরে কাজ করছি। আমি যখন পেস কমিয়ে দিয়ে শর্ট রানারে বল করি তখন কোনো সমস্যা হয়না। কিন্তু আমি যখন বলের পেস বাড়াতে যাই, তখনই মূল সমস্যা। এজন্য আমার মাঝে মধ্যে অপরাধ বোধ কাজ করে।'