অজিদের দায়িত্ব নিতে প্রস্তুত ওয়ার্ন

ছবি:

অস্ট্রেলিয়া দলের হেড কোচ হতে পারলে নিজের পুরোটা ঢেলে দিয়েই দলের প্রতি অবদান রাখার চেষ্টা করবেন সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন। অজি মিডিয়াকে দেওয়া এক স???ক্ষাৎকারে এমনটা জানিয়েছেন এই কিংবদন্তী।
তবে এখনো কোচ হওয়ার স্বপ্ন দেখছেন না তিনি। অজিদের নিয়মিত কোচ ড্যারেন লেহম্যানের পদত্যাগের পর নতুন করে বিষয়টি নিয়ে ভাববেন বলে জানিয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা।

তার ভাষ্যমতে, 'আমার দিক থেকে আমি যেকোনো দলকেই সাহায্য করতে চাই সবসময়। স্পিন বোলার, অধিনায়ক-- যে কাউকেই। খেলার সঙ্গে যুক্ত থাকতে পারাটা আমার কাছে সবসময় আনন্দের।
'আর যদি কখনো অস্ট্রেলিয়া দলের হেড কোচ হতে পারি, সেটা অবশ্যই আমার জন্যে অনেক আনন্দের। তবে আমি এখনো জানি না এই পদের জন্য আমি আবেদন করবো কি না। এখনই নিশ্চিত না। আপনি জিগ্যেস করার আগে আমি এটা নিয়ে ভাবিনি (হাসি)।'
প্রসঙ্গত, হটাত করেই খারাপ সময় চলে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রাঙ্গণে। বল টেম্পারিং মামলায় তিন ক্রিকেটারকে ভিন্ন মেয়াদে হারানোর পাশাপাশি নিয়মিত কোচ লেহম্যানকে হয়তো সারাজীবনের মতোই হারিয়েছে দলটি।