দক্ষিণ আফ্রিকার বিমান ধরছেন রেনশো

ছবি:

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায় স্বীকার করে নেওয়ায় একের পর এক মাশুল দিতে হচ্ছে অজিদের সদ্য সাবেক হওয়া অধিনায়ক স্টিভ স্মিথকে। জরিমানা তো গুনলেনই।
সেই সাথে অধিনায়কত্বের পথ থেকেও সরে দাঁড়াতে হয়েছে তাকে। এমনকি আইপিএলের দল রাজস্থানের নেতৃত্বও হারিয়েছেন একই কেলেঙ্কারিতে। আর এক টেস্টের নিষেধাজ্ঞা তো আছেই!

ওয়ান্ডারার্স টেস্টে তাকে ছাড়াই নামতে হবে অজি দলকে। এদিকে স্মিথের নিষেধাজ্ঞার কারণে ভাগ্য খুলেছে অজি ওপেনার ম্যাট রেনশোর। অজি দলের স্কোয়াডে স্মিথের বদলি হিসেবে যুক্ত করা হয়েছে তাকে।
অবশ্য ম্যাট রেনশোকে দলে ভেড়ানোর ভালো কারণও আছে। কুইন্সল্যান্ডের হয়ে মারাত্মক ফর্মে আছেন এই ওপেনার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে অষ্টম শিরোপাও জিতিয়েছেন এই তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ টিম পেইন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, ক্যামেরুন বেনক্রফট, উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডস্কম্ব, শন মার্শ, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, জন হল্যান্ড, যাই রিচার্ডসন, চাঁদ সেয়ার্স।