দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে তামিম

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএএল) ফাইনালে যে টাইগার ওপেনার তামিম ইকবাল খেলতে পারছেন না সেটি অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছিলো দুই দিন আগে।
হাঁটুর ইনজুরির কারণে সেমিফাইনালেই খেলতে পারেননি তামিম। উন্নত চিকিৎসার জন্য তাঁকে উড়ে যেতে হয়েছিলো থাইল্যান্ডে।
তখন অবশ্য ধারণা করা যাচ্ছিলো খুব বেশি সিরিয়াস নয় তামিমের ইনজুরি। ফলে পিএসএলের ফাইনালে দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

কিন্তু এবার জানা গেলো অন্তত ৫ থেকে ৬ সপ্তাহের জন্য ছিটকে পড়তে হচ্ছে টাইগারদের এই ড্যাশিং ওপেনারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের তথ্যমতে থাইল্যান্ডে তামিমের হাঁটুর স্ক্যানের রিপোর্ট খুব একটা সুবিধার নয়। আর এই কারণে তাঁকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে বেশ কিছুদিন।
উল্লেখ্য গত নিদাহাস ট্রফি চলাকালীন সময়েই হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম। এরপর ব্যাথা নিয়েই নাকি খেলতে গিয়েছিলেন পিএসএলে।
সেখানে এলিমিনেটর ম্যাচ খেলেই তাঁকে উড়াল দিতে হয়েছে থাইল্যান্ডের পথে। সবকিছু ঠিক থাকলে আজ কালের মধ্যেই দেশে ফিরে আসবেন তামিম।