আইসিসি নয়, স্মিথদের কঠিন শাস্তি দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

ছবি:

দক্ষিণ আফ্রিকার এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট চলাকালীন সময় এক অভিনব কায়দায় বল টেম্পারিং করেন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। অভিযোগ আসার পরে বিষয়টি স্বীকার করেও নিয়েছেন তিনি। একইসঙ্গে বিষয়টি স্বীকার করেছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
ঘটনা স্বীকার করে ফেলায় এরই মাঝে দারুণ বিপদে স্মিথ। অধিনায়ক হিসেবে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের তারা অনেক বড় শাস্তি দেবেন।
অজি মিডিয়াকে সাদারল্যান্ড জানান, 'আজকের সকালে ঘুম ভেঙে প্রতিটি অস্ট্রেলিয়া সমর্থকেরই অধিকার আছে অস্ট্রেলিয়া দলকে নিয়ে আর গর্ববোধ না করার। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটা একটা কালো দিন।
গতকাল কেপ টাউনে মাঠে ঘটে যাওয়া কান্ডগুলো না খেলার আইনসিদ্ধ, না তা খেলাটির স্পিরিটের মধ্যে পড়ে। এখানেই এটা শেষ না, শেষ হতে পারে না। বিষয়টি আরো দূরে নিয়ে যাওয়া এবং আরো ভালভাবে বোঝার দায়িত্ব আমাদের।'

তবে স্বীকার করার পরেও স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকছেন কিনা-- সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সাদারল্যান্ড। তদন্তের উপরেই অনেক বেশি নির্ভর করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই অভিভাবক।
'স্টিভ স্মিথ এখন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক। আমরা একটি পদ্ধতির মধ্য দিয়ে কাজ করছি। যখন পুরো বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে তখনই আমরা মন্তব্য করতে পারব।'
প্রসঙ্গত, প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল তখন দেখা যায় এক অভিনব প্রক্রিয়ায় বল টেম্পারিং করছেন বেনক্রফট। ভিডিও ক্যামেরায় যার পুরোটি ধরা পরে।
ক্যামেরায় ধরা পরে ফিল্ডিংয়ের সময় শিরীষ কাগজ দিয়ে বলকে আরও উজ্জ্বল করার চেষ্টা করছিলেন বেনক্রফট। পরবর্তীতে ক্যামেরায় সেটা ধরা পড়লে কোচ ড্যারেন লেহম্যান অতিরিক্ত ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বের কাছে নির্দেশনা পাঠান।
যিনি পরবর্তীতে ব্যানক্রফটকে বিষয়টি সম্পর্কে জানান। এরপর শিরীষ কাগজটি প্রথমে পকেটে ঢুকিয়ে ফেললেও পরবর্তীতে তিনি তার ট্রাউজারের ভেতর সেটা রেখে দেন। মাঠে উপস্থিত আম্পায়াররা তাকে সাইডে নিয়ে জিজ্ঞেসাবাদ করেন।
আর পুরো বিষয়টি গণমাধ্যমে স্বীকার করে নেন স্মিথ এবং ব্যানক্রফট। ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ডেভিড পিভার, ইন্টেগ্রিটির প্রধান ইয়ান রয় এবং দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড দক্ষিণ আফ্রিকায় রওনা দিয়েছেন।