বৃষ্টির পেটে গেলো অকল্যান্ডের তৃতীয় দিন

ছবি:

প্রথম দিন শেষে ১১৭ রানের লিডকে দ্বিতীয় দিনে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। অকল্যান্ডের বৃষ্টিই এর কারণ। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনশেষে ১৭১ রানে এগিয়ে থাকে নিউজিল্যান্ড।
আর টেস্টের তৃতীয় দিন আরও ভয়াবহ। সারাদিন বৃষ্টির এদিনে খেলা হয়েছে মাত্র ২.৫ ওভার। আর তাতে মাত্র চার রান লিড (১৭৫) যোগ করতে পেরেছে নিউজিল্যান্ড।

হাতে বাকী রয়েছে ছয় উইকেট। অকল্যান্ড টেস্টের তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ২৩৩ রান। উইকেটে আছেন হেনরি নিকোলস (৫২*) এবং জন ওয়াটলিং (১৮*)। সারাদিনে মাত্র ২.৫ ওভার করে কোনো প্রাপ্তিও নেই ইংল্যান্ডের বোলারদের!
তবে এদিনেই ফিফটির দেখা পেয়েছেন আগের দিন ৪৯ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলস। উল্লেখ্য, টেস্টের প্রথম দিনেই মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিলো সফরকারি ইংল্যান্ড।
ট্রেন্ট বোল্ট (ছয় উইকেট) এবং টিম সাউদির (চার উইকেট) দারুণ বোলিংয়ের কাছেই ধরাশায়ী হয় ইংলিশরা। টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে খুব বেশি এগোয়নি নিউজিল্যান্ড।