promotional_ad

বোল্ট-সাউদির পর ইংলিশদের শাসন করছেন উইলিয়ামসন

promotional_ad

অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দিবা রাত্রির টেস্টে মাঠে নেমেছে সফরকারি ইংল্যান্ড। আর বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হওয়া এই ম্যাচে কিউইদের কাছে চরম লজ্জার মুখে পড়তে হয়েছে ইংলিশদের।


কেননা এদিন শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির বোলিং তোপে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গেছে তারা। জবাবে অকল্যান্ড টেস্টের প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ১৭৫ রান। উইকেটে ৯১ রানে অপরাজিত আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। 


২৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন হেনরি নিকোলস। দিনশেষে কিউইরা এগিয়ে আছে ১১৭ রানে, হাতে আছে এখনো সাত উইকেট। ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন নিয়েছেন দুটি উইকেট।



promotional_ad

একটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আর একটি উইকেট নেওয়ার মাধ্যমে দারুণ এক কৃতিত্ব স্থাপন করেছেন তিনি। (বিস্তারিত পড়ুন... ব্রডের ৪০০)। এর আগে ইংল্যান্ডকে ৫৮ রানে আটকাতে ট্রেন্ট বোল্ট মাত্র ৩২ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করেছেন। আর তার সঙ্গী সাউদি নিয়েছেন ২৫ রান খরচায় ৪ উইকেট। 


ইংলিশদের আশা যাওয়ার মিছিল দেখে একটা সময় মনে হচ্ছিলো অকল্যান্ডের মাঠে সবথেকে কম রানে গুঁটিয়ে যাওয়ার রেকর্ডটি নিজেদের করে নিবে তারা। আজ থেকে ৬৩ বছর আগে অকল্যান্ডের এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিলো কিউইরা।


সেই রেকর্ডটি নতুন করে আজ গড়ার সুযোগ ছিলো বোল্ট ও সাউদিদের সামনে।  তবে পরবর্তীতে ইংলিশ বোলার ক্রেইগ ওভারটনের ৩৩ রানের ইনিংসে সেই লজ্জার রেকর্ডটি এড়াতে সক্ষম হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৫৮ রানে।



উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৫৮ রানের এই দলীয় স্কোরটি তাদের ষষ্ঠ সর্বনিম্ন। এর আগের রেকর্ডটি ছিলো আজ থেকে ৯ বছর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 


সেবার মাত্র ৫১ রানে অলআউট হওয়ার নজির গড়েছিলো ইংলিশরা। তারও আগে ১৯৯৪ সালে এই ক্যারিবিয়ানদের কাছেই ৪৬ রানে গুঁটিয়ে গিয়েছিলো ইংল্যান্ড। (বিস্তারিতঃ- এক নজরে দেখে নিন ইংল্যান্ডের সর্বনিম্ন দলীয় স্কোরের তালিকাটি)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball