promotional_ad

ব্রেট লির দীক্ষা নিচ্ছেন তাসকিন আহমেদ!

promotional_ad

বেশ কিছুদিন থেকেই নিজের সেরা ফর্মে নেই তরুণ টাইগার পেসার তাসকিন আহমেদ। চলমান নিদাহাস ট্রফিতেও সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ২৮ রানে ১ উইকেট শিকার করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন তিনি। 


মাত্র ৩ ওভারে ৪০ রান খরচায় ১ উইকেট নেন তাসকিন সেই ম্যাচে। শেষ পর্যন্ত ব্যর্থতার দায়ভার নিয়েই বাকি দুই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন তিনি। তবে বল হাতে আবারো নিজেকে প্রমাণ করে দলে ফেরার লক্ষ্যে ইতিমধ্যেই কঠোর পরিশ্রম শুরু করেছেন এই টাইগার পেস তারকা।



promotional_ad

আর এর জন্য তিনি দীক্ষা নিচ্ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী পেসার ব্রেট লির। বর্তমানে নিদাহাস ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ব্রেট লির কাছে বোলিংয়ের টিপস নিতে দেখা গেছে তাসকিনকে। আজ ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে একটি ভিডিওতে দেখা গেছে তাসকিনের সাথে কথা বলছেন লি। 


বোলিংয়ের কৌশল নিয়েই যে তার সাথে কথা বলছিলেন অজি কিংবদন্তী সেটি সহজেই অনুমেয়। এখন প্রশ্ন হলো ব্রেট লির দেয়া টিপস কাজে লাগিয়ে ব্যর্থতার বেড়াজাল থেকে কি মুক্ত হতে পারবেন তাসকিন? এই প্রশ্নের উত্তর সময়ের জন্যই তোলা থাকলো।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball