promotional_ad

ওয়ার্নার-ডি কক ঝগড়ায় বিভক্ত দুই দল

promotional_ad

ডারবান টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির পর ড্রেসিংরুমে যাবার পথে সিড়িতে বাক-বিতন্ডায় ঝড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।


সেই বাক বিতন্ডা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ওয়ার্নার-ডি ককের বিবাদের ফুটেজটি প্রথম প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার আউটলেট ‘ইন্ডিপেডেন্ট মিডিয়া।’ এর পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।


এই ঘটনাঢ় পরই নড়েচড়ে বসেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। দুই দলই এই ঘটনায় বিভক্ত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মুসাজি এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেছেন। এই ঘটনা ক্রিকেটের সঙ্গে বেমানান বলে মন্তব্য করেছেন তিনি।


মুসাজি বলেন, ‘এমন ঘটনা দুভার্গ্যজনক। এটা কোনোভাবেই খেলাটির সঙ্গে মানায় না। ম্যাচ রেফারি এ বিষয়ে দিনের খেলা শেষে কথা বলেছেন। এখনো কোন কিছু নিশ্চিত করা হয়নি। আইসিসির পরবর্তী পদক্ষেপের জন্য আমরা অপেক্ষা করব।’



promotional_ad

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনার তদন্তে নামবে তারা, ‘এমন ঘটনা তদন্ত করবে সিএ। সেখানে কি ঘটেছিল আমরা তা জানার চেষ্টা করছি।’


সিসিটিভি ফুটেজে দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠার পথে বেশ আক্রমণাত্মকভাবেই ডি কককে শাসাচ্ছিলেন ওয়ার্নার। এই ঘটনাটি হাতাহাতির পর্যায়েও যেতে পারতো তবে ওয়ার্নারকে স্বাভাবিক করতে অস্ট্রেলিয়া দলের অন্যান্য সতীর্থরা চেষ্টা করার ফলে এই ঘটনা বেশি দূর গড়ায়নি।


উসমান খাজা, টিম পাইনরা প্রথমে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দলপতি স্টিভ স্মিথের সাথে আবারো খাজা এসে ওয়ার্নারকে টানতে টানতে ড্রেসিংরুমে নিয়ে যান। এ সময় শান্ত মেজাজেই ওয়ার্নারের কথার জবাব দিচ্ছিলেন প্রোটিয়া তারকা ডি কক।


ওয়ার্নার-ডি ককের এমন বিবাদকে ব্যক্তিগত রেষারেষি বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার অধিনায়করা। এমন ঘটনার তদন্ত করছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এদিকে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন ব্যক্তিগত বিষয় চলে আসাতেই ওয়ার্নার-ককের বিবাদের কারণ।



স্মিথের ভাষ্যমতে, ‘ওই সময় যা বলা হয়েছিল এবং যা করা হয়েছিলো তাতে উভয় পক্ষই ক্ষুব্ধ ছিল। দু’জনই বেশ তর্ক করছিল। ব্যক্তিগত বিষয় চলে আসাতেই তারা ক্ষুব্ধ হয়ে উঠে বলে আমার মনে হয়।’


দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস অবশ্য এই ঘটনার কিছুটা দায় দিয়েছেন আম্পায়ারদের কাধে। তিনি বলেছেন, 'মাঠে আম্পয়ারদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা দরকার ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball