বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ড-আরব আমিরাতের শুভ সূচনা

ছবি:

জিম্বাবুয়ের মাটিতে রবিবার পর্দা উঠেছে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের। পাপুয়া নিউগিনির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে আরব আমিরাত। আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২২১ রানে অলআউট হয় আরব আমিরাত।
আগে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহান মুস্তফার ৯৫ ও ওপেনার আশফাক আহমেদের ৫০ রানের উপর ভর করে ২২১ রানের মাঝারি পুঁজি পায় আরব আমিরাত।
পাপুয়া নিউগিনির হয়ে একাই ৪ উইকেট দখল করেছেন নরমান ভানুয়া। তাছাড়া ২ টি উইকেট নিয়েছেন আলি নাও। ১ টি উইকেট নিয়েছেন চার্লস আমিনি।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে অল আউট হয়েছে পাপুয়া নিউগিনি। তাদের হয়ে ব্যাট হাতে চার্লস আমিনির ২৪ ও নরমান ভানুয়ার ২০ রান ছাড়া আর কেউ ব্যাট হাতেই দাঁড়াতে পারেননি।

ফলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাপুয়া নিউগিনিকে। আরব আমিরাতের হয়ে মোহাম্মদ একাই নিয়েছেন ৫ উইকেট। ২ টি উইকেট নিয়েছেন ইমরান হায়দার। ১ টি করে উইকেট নিয়েছেন মুস্তফা ও আমির হায়াত।
এদিকে, দিনের আরেক ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের হয়ে এন্ডি বালবিরনির ৬৮, উইকেটরক্ষক ব্যাটসম্যান নেইল ও ব্রায়ানের ৪৯ ও অধিনায়ক পোর্টারফিল্ডের ৪৭ রানে ভর করে বড় পুঁজি পায় আইরিশরা।
নেদারল্যান্ডের হয়ে ভ্যান ডার গুগটেন নেন ৩ উইকেট। তাছাড়া, কিংমা, মিকিরেন, ্মেরউই ও টেস ডেসকাটে ১ টি করে উইকেট দখল করেন। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪৯ রানে অল আউট হয় নেদারল্যান্ড।
নেদারল্যান্ডের হয়ে ভ্যান ডার গুগটেন ৩৩, স্কত এডওয়ার্ড ২৬ ও টেন ডেসকাটের ২১ রান ছাড়া আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেনি। ফলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
আয়ারল্যান্ডের হয়ে মুরতাঘ একাই নেন ৩ উইকেট। ব্যারি ম্যাককার্থি, র্যাঙ্কিন ও কেভিন ও ব্রায়েন দখল করেছেন ২ টি করে উইকেট। ফলে বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা পায় আয়ারল্যান্ড।