promotional_ad

এক উইকেট দূরত্বে অস্ট্রেলিয়া

promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১২৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার আর মাত্র ১ উইকেট।


রবিবার অস্ট্রেলিয়ার দেয়া ৪১৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে দিন শেষ করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিক দলটি।


দলীয় ১৩৬ রান্ট পঞ্চম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক ১৪৭ রানের জুটি গড়ে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন। ১৪৩ রানের দাপুটে এক ইনিংসে খেলে আউট হয়েছেন এইডেন মার্করাম।


দিন শেষে ৮১ রান করে অপরাজিত আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তার সঙ্গে শূন্য রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মরনে মর্কেল।


অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই দখল করেছেন ৪টি উইকেট। আরেক পেসার জস হ্যাজলেউডের ঝুলিতে গেছে ২টি উইকেট। প্যাট কামিন্স ও মিচেল মার্শ ১ টি করে উইকেট নিয়েছেন।


এর আগে, ডারবানে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।  প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে অজিরা।


টেস্টের দ্বিতীয় দিনে তাদের ইনিংস শেষ হয় ৩৫১ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৯৬ রান করেন মিচেল মার্শ। ৫৬ রান করেন স্টিভেন স্মিথ। ৫১ রান করেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ ৫টি উইকেট দখল করেন।


তাছাড়া, তিনটি উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। দুইটি উইকেট নেন কাগিসো রাবাদা। তারপর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে অল আউট হয়ে যায়।



promotional_ad

এরপরই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন এইডেন মার্করাম।


অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৫টি,  নাথান লায়ন ৩টি, জস হ্যাজলেউড ও প্যাট কামিন্স ১টি করে উইকেট দখল করেন। শনিবার ম্যাচের তৃতীয় দিন অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে।


নয় উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে তারা। রবিবার সকালে তাদের ইনিংস থামে ২২৭ রানে। ব্যাট হাতে অজিদের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার  হয়ে কেশভ মহারাজ ৪টি, মরনে মরকেল ৩ টি, কাগিসো রাবাদা ২টি ও ডেন এলগার ১টি করে উইকেট নিয়েছেন।




সংক্ষিপ্ত স্কোর


অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৫১ (১১০.৪ ওভার)


(ক্যামেরন ব্যানক্রফট ৫, ডেভিড ওয়ার্নার ৫১, উসমান খাজা ১৪, স্টিভেন স্মিথ ৫৬, শন মার্শ ৪০, মিচেল মার্শ ৯৬, টিম পেইনে ২৫, প্যাট কামিন্স ৩, মিচেল স্টার্ক ৩৫, নাথান লায়ন ১২, জস হ্যাজলেউড ২*; মরনি মরকেল ০/৭৫, ভারনন ফিল্যান্ডার ৩/৫৯, কেশভ মহারাজ ৫/১২৩, কাগিসো রাবাদা ২/৭৪, এইডেন মার্করাম ০/২, থিউনিস ডি ব্রুইন ০/৬)।


দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬২ (৫১.৪ ওভার)



(ডেন এলগার ৭, এইডেন মার্করাম ৩২, হাশিম আমলা ০, এবি ডি ভিলিয়ার্স ৭১*, ফাফ ডু প্লেসিস ১৫, থিউনিস ডি ব্রুইন ৬, কুইন্টন ডি কক ২০, ভারনন ফিল্যান্ডার ৮, কেশভ মহারাজ ০, কাগিসো রাবাদা ৩, মরনি মরকেল ০; মিচেল স্টার্ক ৫/৩৪, জস হ্যাজলেউড ১/৩১, নাথান লায়ন ৩/৫০, প্যাট কামিন্স ১/৪৭)।


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২২৭ (৭৪.৪ ওভার)


(ক্যামেরন ব্যানক্রফট ৫৩, ডেভিড ওয়ার্নার ২৮, উসমান খাজা ৬, স্টিভেন স্মিথ ৩৮, শন মার্শ ৩৩, মিচেল মার্শ ৬, টিম পেইনে ১৪, প্যাট কামিন্স ২৬, মিচেল স্টার্ক ৭, নাথান লায়ন ২, জস হ্যাজলেউড ৯*; মরনি মরকেল ৩/৪৭, ভারনন ফিল্যান্ডার ০/৩৫, কেশভ মহারাজ ৪/১০২, কাগিসো রাবাদা ২/২৮, ডেন এলগার ১/১০)।


দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৯৩/৯* (৮৯ ওভার)


(এইডেন মার্করাম ১৪৩, ডেন এলগার ৯, হাশিম আমলা ৮, এবি ডি ভিলিয়ার্স ০, ফাফ ডু প্লেসিস ৪, থিউনিস ডি ব্রুইন ৩৬, কুইন্টন ডি কক ৮১*, ভারনন ফিল্যান্ডার ৬, কেশভ মহারাজ ০, কাগিসো রাবাদা ০, মরনি মরকেল ০*; মিচেল স্টার্ক ৪/৭৪, জস হ্যাজলেউড ২/৫৭, নাথান লায়ন ০/৮৬, প্যাট কামিন্স ১/৪৭, মিচেল মার্শ ১/২১, স্টিভেন স্মিথ ০/৩)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball