promotional_ad

নিজেদের পিছিয়ে রাখতে নারাজ সৌম্য

promotional_ad

দুদিন পরেই নিদাহাস ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আসন্ন এই ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে শুক্রবার। এই সিরিজকে সামনে রেখে তিন দলই নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।


তবে, শক্তিমত্তার বিচারে শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখছেন না টাইগার ওপেনার সৌম্য সরকার। তিনি মনে করেন অবস্থানের কথা চিন্তা করলে খেলার আগের পিছিয়ে পড়বে বাংলাদেশ দল। তবে, ম্যাচে যে দল ভালো খেলবে সেই দলই জিতবে বলে জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটিং তারকা।


সৌম্যর ভাষ্যমতে, "আমরা যদি আমাদের অবস্থান নিচে দেখি, তাহলে আগেই আমরা পিছিয়ে পড়বো। ওই রকম তো সুযোগ নেই। আমি মনে করি, যারা ভালো খেলবে তারাই জিতবে। ওই সময়ে যদি ভালো খেলতে পারি, তাহলে জিতবো।"



promotional_ad

প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের পারফরমেন্স নিয়েই চিন্তা করছে বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন এই টাইগার ওপেনার, "কে কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে আমরা পিছিয়ে পড়বো। সেটা চিন্তা না করে কিভাবে নিজেদের কাজটা ভালো করতে পারি, সেটা নিয়েই চিন্তা করছি।"


বাংলাদেশ দল ছাড়া, এই ত্রিদেশীয় সিরিজের অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কা। শক্তিমত্তার বিচারে দুই দলকে সমান দেখছেন না সৌম্য। দু দলকেই আটকাতে আলাদা পরিকল্পনা থাকবে বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার।


এই প্রসঙ্গে সৌম্য বলেন, "সবাই সমান নয়। সবার জন্য আলাদা প্ল্যান থাকবে। একেক দলের সঙ্গে খেলার সময় একেক রকম প্ল্যান থাকবে। সেই প্ল্যান অনুযায়ী খেলতে হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball