শ্রীলঙ্কায় বিগ হিটারদের দিকে তাকিয়ে সৌম্য

ছবি:

বাংলাদে দলের টি২০ অধিনায়ক সাকিব আল হাসানকে রেখেই নিদাহাস ট্রফির দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তবে এই অলরাউন্ডার খেলছেন কিনা তা নিয়ে দল ঘোষণার সময়েই মিলেছিল অনিশ্চয়তা।
কদিন আগে থাইল্যান্ডে চেকআপ করতে গিয়েছিলেন সাকিব। সেখানে গিয়ে সেই অনিশ্চয়তা আরও বেড়েছে। নিদহাস কাপের প্রথম দুই ম্যাচে সাকিবকে পাওয়া যাচ্ছে না, মানসিকভাবে এরকম প্রস্তুতি নিয়েই রেখেছিল দল।
সাকিবের বিকল্প রাখতেই ১৫ জনের বদলে দেওয়া হয়েছিল ১৬ জনের দল। সাকিবের অনিশ্চয়তায় চিন্তিত বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকারও তিনি মনে করেন সাকিব ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে থাকলে বেশ ভালো হয়।

তবে, সাকিবকে ছাড়াও ভালো করা সম্ভব বলে মনে করেন সৌম্য। দলে যারা আছেন তারা পারফর্ম করতে পারলেই ভালো হবে বলে মনে করেন এই টাইগার ওপেনার। টি২০ যেহেতু ছোট ফরম্যাট এখানে একজন বোলারের উপর নির্ভর করা যাবেনা বলেও জানিয়েছেন তিনি।
সৌম্যর ভাষ্যমতে, "টি-টোয়েন্টি ছোট ফরম্যাট তো, সুতরাং একজন বোলারের উপর নির্ভর করা যাবে না। দুইটা পার্ট যদি ভালো হয়, তাহলে তো খুবই ভালো। সাকিব ভাইয়ের অবস্থা জানি না। উনি থাকলে দলের আলাদা একটা শক্তি থাকবে। তিন সাইডেই তিনি থাকলে ভালো হয়। ওইটা চিন্তা না করে, আমরা বাকি যারা আছি, তারা ভালো কিছু করতে পারলে ভালো হবে।"
আসন্ন ত্রিদেশীয় টি২০ সিরিজে দলের বিগহিটারদের দিকে তাকিয়ে সৌম্য। তিনি মনে করেন এই বিঘিটাররাই যদি বড় ইনিংস খেলতে পারেন তবে এক ম্যাচে ২০০ এর বেশিও করতে পারে বাংলাদেশ দল। নিজেদের সামর্থ্যের প্রমাণ হিসেবে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম টি২০ ম্যাচের উদাহরণ দিয়েছেন সৌম্য।
এই প্রসঙ্গে টাইগার ওপেনার বলেন, "শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি আমরা ১৯০ করছি। শেষের দিকে ভালো না করার পরও এই রান হয়েছিলো। আমরা যদি শুরু থেকে কিছু রান করতে পারি এবং মাঝখানেও রান আসে; এ ছাড়া বিগহিটাররা যদি বড় কিছু ইনিংস খেলে ফেলতে পারে, তাহলে আশা করি ২০০-এর বেশি রান করতে পারবো। এখন এটা প্রথম ইনিংসে হোক বা দ্বিতীয় ইনিংসে হোক।"