কোচিং ভূমিকা বিভক্তির পক্ষে ফ্লেমিং

ছবি:

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং কিউইদের টি২০ দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের বর্তমান প্রধাণ কোচ মাইক হেসনের কাজের চাপ কমানোর জন্য এটার প্রয়োজনীয়তা অনুভব করছেন ফ্লেমিং।
ফ্লেমিং মনে করেন আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে বিশেষায়িত কোচ নিয়োগ করা জরুরি। এদিকে, কদিন আগেই নিউজিল্যান্ডের সাবেক পেস বোলার সাইমন ডওল প্রস্তাব করেছিলেন প্রধাণ কোচ হেসন ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে টি২০ থেকে সড়ে যেতে।
তাছাড়া, ইংলিশ কোচ ট্রেভর বেইলিস কদিন আগেই বলেছিলেন, তার দলের কোচিং ভূমিকা বিভক্ত হলে তার কোনো সমস্যা নেই। এবার ফ্লেমিংয়ের এই প্রস্তাব দলগুলোর নীতিনির্ধারকদের উপর কোনো প্রভাব ফেলে কি না তাই দেখার বিষয়।

ট্রেকসাইড রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ফেমিং বলেন, "এটা আমার নিউজিল্যান্ডের ক্রিকেটের উপর ভালোবাসা ও আবেগের উপর ভিত্তি করে তৈরি। ক্রেইগ মিলানের (কিউই ব্যাটিং কোচ) সাথে আমার বেশ ভালো সম্পর্ক রয়েছে। তার সাথে আমি অনেক কথা বলেছি চলমান খেলাধুলা নিয়ে। আমি আমার জ্ঞান ভাগ করা বেশ উপভোগ করি এবং নিউজিল্যান্ড দলকে শক্তিশালী করার জন্যই এটাকে কাজে লাগাতে চাই"
ফ্লেমিং মনে করেন কিছু কিছু ক্ষেত্রে সাবেক কিউই অধিনায়ক ডেনিয়েল ভেট্টরি তার সাথে একমত পোষণ করবেন। তাছাড়া, মাইক হেসন যে কাজ করেছেন তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করে বেড়ানো ফ্লেমিং।
ফ্লেমিংয়ের ভাষ্যমতে, "আমি ঘরের বাইরে শক্তিশালী নিউজিল্যান্ড দলের ভালো পারফরমেন্স উপভোগ করি। এটি আমার কাজকে সহযোগিতা করে এবং নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আমার দলে পেয়ে বেশ উপভোগ করি। কে জানে কিছু পর্যায়ে ড্যানিয়েলও হয়তো একমত হবে। আমি সাহায্য করতে ভালোবাসি কিন্তু মাইক যে কাজ করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ।"
ফ্লেমিং সাইমন ডওলের দেয়া কোচিং পদ্ধতি বিভক্তির মতবাদের প্রশংসা করেছেন। এই সাবেক কিউই অধিনায়ক মনে করেন টি২০ এমন একটি ফরম্যাট যেখান থেকে প্রধাণ কোচরা বিরতিতে থাকার সুযোগ পাবেন।
এই প্রসঙ্গে ফ্লেমিং বলেন, "এই আধুনিক দিনে আপনাকে কোচের জন্য চিন্তা করতে হবে। তারা ঘরের বাইরে ২৫০-৩০০ দিন ব্যয় করেন অথবা কাজের সাথে ব্যয় করে, ভ্রমণ করে এবং হোটেলে থাকে পরিবারকে ছেড়ে, এটা অনিশ্চিত। তাই সাইমন কয়েকটি ভালো পয়েন্ট বের করেছে কোচদের দেখাশোনার জন্য। সম্ভবত টি২০ এমন একটি খেলা যেখান থেকে প্রধাণ কোচদের একটু বিরতিতে থাকার সুযোগ রয়েছে।"