আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবির আপিল

ছবি:

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ হারের পর আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুনের প্রতিবেদনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই টেস্টের ভেন্যু- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে 'নিম্নমানের' আখ্যা দিয়েছে।
সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরের হোম অব ক্রিকেটের উইকেটের উপর আরোপিত এই ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে আপিল করেছে। চট্টগ্রাম টেস্ট ছিল রান বন্যার।

আর ঢাকা টেস্ট ছিল স্পিন বোলারদের স্বর্গ রাজ্য। ফলে ঢাকা টেস্ট শেষ হয়েছে মাত্র আড়াই দিনে। এই আড়াই দিনেই পতন হয়েছিল দুই দলের ৪০ উইকেটের। পুরো ম্যাচজুড়ে অসম বাউন্স, অধারাবাহিক টার্নের কথা তুলে এনে এই পিচটিকে 'নিম্নমানের' রেটিং দিয়েছিলেন বুন।
ফলে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় মিরপুর স্টেডিয়ামের নামের পাশে। গতবছরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বাজে আউটফিল্ডের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়াম।
আইসিসির নিয়ম অনুযায়ী ৫ বছরের মধ্যে একটি ভেন্যু যদি মোট ৫ ডিমেরিট পয়েন্ট পায় তবে। ১ বছরের জন্য ম্যাচ আয়োজন থেকে নিষিদ্ধ থাকবে। এদিকে, আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে ১৪ মার্চ এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
যেখানে উপস্থিত থাকবেন আইসিসির ক্রিকেট বিষয়ক ব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস ও ক্রিকেট কমিটির সভাপতি অনিল কুম্বলে। ম্যাচ রেফারির রিপোর্ট, স্বাগতিক বোর্ডের রিপোর্ট এবং ম্যাচ ও গ্রাউন্ডের ভিডিওর ওপর ভিত্তি করে আপিলের ফলাফল নির্ধারিত হবে।