দ্রুত মাঠে ফিরতেই থাইল্যান্ডে সাকিব

ছবি:

আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথমদিকের ম্যাচগুলোতে মাঠে নামা হচ্ছে না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। সিরিজের শেষের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
ফলে, সোমবার রাতেই উন্নত চিকিৎসার জন্য বিশ্বসেরা অলরাউন্ডার গেছেন থাইল্যান্ডে।ব্যাংককে দুজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে দেখা করার কথা রয়েছে সাকিব। সাকিবের হাতে দ্বিতীয় বারের মতো অস্ত্রোপচার লাগবে কি না সে ব্যাপারেও কোনো নির্দেশনা আসেনি।

এদিকে, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের আঙ্গুলের ইনজুরি ধীর গতিতে উন্নতি করায় উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এই চিকিৎসক মনে করেন রিহ্যাব প্রক্রিয়া শেষ করলে এই বিশ্বসেরা অলরাউন্ডারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে খুব বেশি সময় লাগবে না। দেবাশীষ চৌধুরির ভাষ্যমতে,
'গত কিছুদিন ধরেই তার আঙ্গুলের উন্নতি ধীরে হচ্ছে। আমরা দ্বিতীয় একটি পরামর্শ নেয়ার জন্য সাকিবকে ব্যাংককেপাঠিয়েছি। এটা শুধু মেডিকেলের দিক দিয়ে চিন্তা করছি না। ওর ব্যক্তিগত দিক দিয়েও চিন্তা করছি।'
বিসিবির এই চিকিৎসক আরো বলেছেন, 'ওর ক্যারিয়ারের ব্যাপারটাও আমাদের মাথায় আছে। আমরা যদি রিহ্যাব প্রক্রিয়াটা শেষ করতে পারি তবে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না।'
এদিকে, কদিন আগেই ইনজুরির ধাক্কা সামলে জিম অনুশীলন শুরু করেছিলেন সাকিব। সেই সময় এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে শুরু থেকেই মাঠে নামতে চান তিনি।