পরিকল্পনায় কেবল নিদাহাস ট্রফি

ছবি:

শ্রীলঙ্কান মাটিতে নিদাহাস ট্রফিতে সহকারী কোচ রিচার্ড হ্যালসলকে পাচ্ছে না বাংলাদেশ দল। তবে, বাংলাদেশ দলের ওয়েস্টইন্ডিজ সফর ও আফগানিস্তান সিরিজ চূড়ান্ত হলে তিনি দলের সাথে যোগ দিবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন সুজন।
এই প্রসঙ্গে তিনি বলেন, "হ্যালসল এই সফরে দলের সঙ্গে থাকছেন না। আপাতত তিনি ছুটিতে আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের কথা চলছে আপনারা জানেন। যদি তা হয় সে সময়ে তিনি ক্যাম্পে যোগ দেবেন।"
আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের প্রধাণ কোচের দায়িত্ব পালন করবেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তাছাড়া, হাই পারফরমেন্স দলের প্রধাণ কোচ সাইমন হেলমটকে ব্যাটিং কোচ করা হয়েছে শ্রীলঙ্কা সফরের জন্য।

হাইপারফরমেন্স দলের স্পিন বোলিং কোচ চম্পাকা রামানায়েকেকে বোলিং কোচ বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শ্রী্লঙ্কায়। তবে, বিসিবির প্রধাণ নির্বাহী জানিয়েছেন এসব পরিকল্পনা শুধু নিদাহাস ট্রফির জন্যই।
"পুরো সিদ্ধান্ত কিন্তু নিদাহাস ট্রফিকে কেন্দ্র করে করা হয়েছে। কোর্টনি ওয়ালশ যে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু শুধু নিহাদাস ট্রফিতেই করবেন। হেলমট ব্যাটিং কোচ আর চম্পাকা বোলিং কোচ হিসেবে কাজ করবেন।"
এদিকে প্রধাণ কোচ নিয়গের ব্যাপারে বিসিবির প্রধাণ নির্বাহী জানিয়েছেন যত দ্রুত সম্ভব তারা নতুন কোচ নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছেন। সেই লক্ষ্যেই বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে বিসিবি।
"আমরা কয়েকটা অপশন নিয়ে কাজ করছি। সভাপতি আগেই জানিয়েছেন, সিরিজের আগে পারব না। তবে এনিয়ে আমরা কাজ করছি। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব হবে প্রধান কোচের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারব।"