শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং কোচ সাইমন হেলমট

ছবি:

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ছিলেন রিচার্ড হ্যালসল। পরবর্তীতে তাকে টাইগারদের ব্যাটিং কোচ করা হয়। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে তাকে সহকারী কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ছুটিতে থাকায় বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না এই টাইগার কোচের। সফরসঙ্গী না হলেও কাউকে তার স্থলাভিষিক্ত করছে না বিসিবি। তবে, ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন বাংলাদেশ হাইপারফরমেন্স দলের প্রধাণ কোচ সাইমন হেলমট।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন একথা জানিয়েছেন। নিদাহাস ট্রফি যেহেতু টি২০ ফরম্যাটের তাই তাকে নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করেছেন তারা।

এই প্রসঙ্গে সুজন বলেন, " রিচার্ড হ্যালসল এখনও আমাদের সহকারী কোচ। আপনারা জানেন যে বা আপনারা জেনেছেন কি না আমি নিশ্চিত নই, আমরা অভ্যন্তরীন একটা সিদ্ধান্ত নিয়েছি। নিদাহাস ট্রফি যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখানে হাই পারফরম্যান্স ইউনিটের যে প্রধান কোচ সাইমন হেলমট তিনি ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবে।"
এদিকে, শ্রীলঙ্কা সফরে হেলমটের ঘরোয়া টি২০ ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বিসিবি। আর টাইগারদের বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন হাই পারফরমেন্স দলের আরেক কোচ চাম্পাকা রামানায়েকে। কোচিং স্টাফে এই বাড়তি দুজনকে নিয়ে শ্রীলঙ্কায় উড়াল দেবে টাইগাররা।
বিসিবি প্রধাণ নির্বাহীর ভাষ্যমতে, "পৃথিবীর বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে তার অভিজ্ঞতার কথা আমরা বিবেচনা করেছি। হেলমটকে আমরা ব্যাটিং কোচ হিসেবে রাখছি, বোলিং কোচ হিসেবে চাম্পাকা রামানায়েকেকে যুক্ত করেছি। এই দুই জন বাড়তি সদস্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা সংক্ষিপ্ত সময়ের একটি সফর তাই আমরা ঠিক করেছি এই কয় জনের মধ্যে আমরা সীমিত রাখব।"