রাজিন সালেহর রেকর্ড ভাঙছেন রশিদ খান

ছবি:

বিশ্বকাপ বাছাই শুরুর আগে বেশ বড় একটি ধাক্কা খেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের এই বাছাই পর্বে আফগানরা তাদের নিয়মিত অধিনায়ক আসগর স্টানিকজাইকে পাচ্ছে না।
এপেন্ডিসাইটিসের কারণে চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে এই তারকা ব্যাটসম্যানকে। বিশ্বকাপের বাঁছাই পর্বে তার পরিবর্তে আফগানিস্তান দলের নেতৃত্ব দেবেন তারকা স্পিনার রশীদ খান।
এর মধ্য দিয়েই ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসাবে নাম লেখাতে চলেছেন ১৯ বছর বয়সী রশীদ খান। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী ৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

এই ম্যাচেই অধিনায়ক হিসেবে অভিষেকের কথা রশীদ খানের। ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডের মালিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।
২০ বছর ২৯৭ দিন বয়সে বাংলাদেশ দলের হয়ে অধিনায়কত্ব করেছিলেন রাজিন সালেহ। ওয়ানডে ক্রিকেটের সর্বকনিষ্ঠ ক্রিকেটারদের মধ্যে রাজিনের ঠিক পড়েই আছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক টেটেন্ডা টাইবু।
তিনি ২০ বছর ৩৪২ দিন বয়সে তিনি জিম্বাবুয়ে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন। এবার এদের সবাইকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আফগান স্পিনার রশীদ খান।