বিজয়ের ব্যাটে এগুচ্ছে আবাহনী

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ৩৩তম ম্যাচে সোমবার হাই ভোল্টেজ ম্যাচে ঢাকা ডার্বিতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে মোহামেডান। বাত করতে নেমে শুরুতে সাইফ হাসানকে হারালেও আনামুল হক বিজয়ের ব্যাটে রানের চাকা সচল রেখেছে দলটি।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের স্কোর ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান।
আবাহনী লিমিটেড : আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মানপ্রিত গনি, সানজামুল ইসলাম।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : শামসুর রহমান, রনি তালুকদার, জনি তালুকার, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ আজিম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, শুভাশিস রায়।