তামিমের ব্যর্থতার দিনে ব্যর্থ পেশোয়ারও

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তৃতীয় আসরের সপ্তম ম্যাচে রবিবার রাত ১০টায় মাঠে নেমেছিল তামিম ইকবাল-ড্যারেন স্যামিদের পেশোয়ার জালমি এবং শহীদ আফ্রিদি-ইমাদ ওয়াসিমদের করাচি কিংস।
ম্যাচটিতে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি। স্যামির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি তার দলের ব্যাটসম্যানরা। উইকেটে আসা জাওয়ার মাঝেই ছিলেন তারা।
শুধু মাত্র ক্যারিবিয়ান হার্ড হিটার ডোয়াইন স্মিথ ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন। আফ্রিদি-আমিরদের সামনে বাকিরা দাঁড়াতে না পারলেও এদিন স্মিথের ব্যাট থেকে আসে ৭১ রান।
শেষের দিকে তার ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৩১ রানের পুঁজি পায় জালমিরা। মোহাম্মদ আমির এবং শহীদ আফ্রিদি নেন ২টি করে উইকেট। ১৩২ রানের লক্ষ্যে এখন ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার খুররাম মঞ্জুরকে হারিয়ে বসে করাচি।

তবে তৃতীয় উইকেট জুটিতে ওপেনার জো ডেনলি এবং বাবর আজম মিলে দলের হাল ধরেন। কিন্তু দলীয় ৫৮ রানে ড্যরেন স্যামির হাতে ক্যাচ তুলে দেন বাবর। এর খানিক পর ডেনলিও বিদায় নেন।
এরপর অবশ্য বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরে জালমি। একে একে ইংরাম, রিজওয়ানকে বিদায় করেন পেশোয়ারের বোলাররা। শেষ ওভারে কিংসদের জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ৬ বলে ৫ রান।
ক্রিজে নেমে অধিনায়ক ইমাদ ওয়াসিম ছক্কা হাঁকিয়ে করাচিকে আসরের দ্বিতীয় জয় এনে দেন। অপরপ্রান্তে রবি বোপারা অপরাজিত থাকেন ১৭ রানে। জালমির পক্ষে ক্রিস জর্ডান এবং ইবতিশাম নেন ২টি উইকেট।
পেশোয়ার একাদশঃ
তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর
করাচী কিংসঃ
জো ডেনলি, খুররম মঞ্জুর, বাবর আজম, কলিন ইনগ্রাম, রবি বোপারা, শহিদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোঃ আমির, টাইমাল মিলস, মোহাম্মদ ইরফান জুনিয়র।