ভবিষ্যতের কথা ভেবেই তরুণদের তৈরি রাখতে চান সুজন

ছবি:

আগামী ৬ মার্চ পর্দা উঠছে নিদাহাস ট্রফির। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সফরে টাইগারদের অভিজ্ঞতা প্রয়োজন হবে বলে মনে করেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ সিরিজে সুযোগ পাওয়া তরুণদের সুন্দর ভবিষ্যৎ দেখছেন তিনি। টি২০ ক্রিকেটকেই তরুণদের সুযোগ দেয়ার মাধ্যম মনে করেন এই টেকনিক্যাল ডিরেক্টর।

এই প্রসঙ্গে সুজন বলেন, ‘নিদাহাস কাপে যেহেতু ভারত- শ্রীলঙ্কা আছে। তাই একটু অভিজ্ঞ প্রয়োজন হবে বলে আমি মনে করি। যারা গত সিরিজে টি-টুয়েন্টিতে সুযোগ পেয়েছিল সবাই এক্সসাইটিং ক্রিকেটার, ফিউচার ক্রিকেটার। আমাদের তো কোনো না কোনো জায়গায় ইয়াংস্টারদের এক্সপোজার দিতে হবে।'
লঙ্কানদের বিপক্ষে ৬ তরুণের অভিষেক করিয়েও সফল হতে পারেনি টাইগাররা। বাংলাদেশ দল সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। তবে, এই তরুণদের মাঝেই ভবিষ্যৎ দেখছেন টাইগারদের টিম ডিরেক্টর। তাছাড়া, ব্যস্ত সূচি সামনে রেখে তাদের তৈরি করে রাখতে চান তিনি
এই প্রসঙ্গে সুজন বলেন, 'একটা সময় খেলোয়াড়শূন্য হয়ে যাবে। সামনে যে লম্বা সূচি আসছে বাংলাদেশ টিমের সেখানে দেখা যাচ্ছে প্রায় ১৫৫দিন আমরা ট্যুরের মধ্যে থাকবো। এর মধ্যে বিশ্রাম নেই। এর মধ্যে ইনজুরি থাকতে পারে, অফফর্ম থাকতে পারে। ভবিষ্যতের কথা ভেবে প্লেয়ার তো তৈরি করতে।’