পেছনের দরজা দিয়ে পালাতে চান না সুজন

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই না থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মহমুদ সুজন। দেশের ক্রিকেট অঙ্গনকে 'নোংরা' আখ্যা দিয়েছিলেন তিনি।
নিদহাস ট্রফির আগে কোচ না মিললে আসন্ন শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ দলের দায়িত্বে থাকছেন সুজন। মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, দলের বিপদে সবসময় পাশে আছেন তিনি।
সুজনের ভাষ্যমতে, ‘পেছনের দরজা দিয়ে আমি পালাতে চাই না। দলের বিপদে আমি সব সময়ই দলের সাথেই আছি।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ হেরেছিল খুবই বাজেভাবেই।

ফলে কঠোর সমালোচনার মধ্যে ছিলেন তিনি। ফলে গত ১২ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমের সামনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই টেকনিক্যাল ডিরেক্টর। সংবাদ মাধ্যমকেও এক হাত নিয়েছিলেন বিসিবির এই কর্মকর্তা।
গণমাধ্যম তাদের কাজ ঠিকঠাক পালন করছে না বলেও প্রশ্ন তুলেছিলেন। দেরিতে হলেও সেদিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সুজন। ক্ষমা প্রার্থনা করেছেন সংবাদ মাধ্যম কর্মীদের কাছে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে সেদিন আমি অনেক কিছুই বলে ফেলেছি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী।’