নিজেকে ফেরানোর মিশনে তাসকিন

ছবি:

বাজে ফর্মের কারণে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি তাসকিন আহমেদের। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজেও ছিলেন দর্শক।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে মোট ৭ ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করে জাতীয় দলে নিজের জায়গাটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছিলেন তাসকিন।
জাতীয় দলে জায়গা হারিয়ে এই পেস তারকা আবাহনীর হয়ে অংশ নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। বল হাতে ছন্দ ফিরে পাওয়ার আভাস দিয়েছেন এই টাইগার পেসার।

৪ ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। এই পারফর্মেন্সেই শুক্রবার থেকে শুরু হওয়া টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের বিশেষ ক্লাসে জায়গা করে দিয়েছে।
এই সুযোগে নিজের হারান ফর্ম ফিরে পেতে মরিয়া এই টাইগার পেসার। অ্যাকুরেসি ও ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। গুরু ওয়ালশের দেখিয়ে দেয়া পথেই নিজেকে আরও ভালোভাবে ফেরানোর প্রয়াশ তাসকিন আহমেদের।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গতি হচ্ছে আমার শক্তির জায়গা। গতি থাকতেই হবে, সেই সঙ্গে ভ্যারিয়েশন আর অ্যাকুরেসি। এমন না আমি অতীতে ভালো করিনি। গত দুটি সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি, ভালো করতে পারি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। আশা করি সামনে ঠিক হয়ে যাবে। আরও ভালোভাবে ফেরার প্রস্তুতি নিচ্ছি।’