promotional_ad

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন কোহলি?

promotional_ad

আগামী মাসেই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। এই টি২০  টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৬ মার্চ। এই সিরিজে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির মোকাবেলার সুযোগ আছে মুস্তাফিজ-মিরাজদের।


তবে, সেই সম্ভাবনা অনেক কম। কারণ, দক্ষিণ আফ্রিকায় কঠিন সিরিজের পর ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সড়িয়ে নিতে পারেন। সেই সিরিজকে সামনে রেখে খুব দ্রুতই দল ঘোষণা করার কথা রয়েছে ভারতীয় দলের নির্বাচকদের।


এদিকে, ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে বিসিসিইয়ের এক সূত্র জানিয়েছে, কোহলি এ টুর্নামেন্টে খেলবেন কি না, সে ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। কোহলি বিশ্রাম চাইলে তাকে তা দেওয়া হবে বলেও জানিয়েছেন সেই সূত্র।



promotional_ad

সূত্র মতে, ‘ভিরাট বিশ্রাম চাইলে তা পাবে। টুর্নামেন্টে খেলা কিংবা না খেলার বিষয়টি একান্তই তাঁর সিদ্ধান্ত। তবে কোনো কিছুই নিশ্চিত নয়। এমনও হতে পারে, সে টুর্নামেন্টটি খেলতে পারে। কারণ, এটাই মৌসুমের শেষ আসর। টুর্নামেন্ট শেষে দিন পনেরো ছুটির পরই শুরু হবে আইপিএল।’


আগামী মৌসুমে ব্যস্ত সূচি থাকায় ত্রিদেশীয় সিরিজে ভুবনেশ্বর কুমার ও জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাছাড়া, টানা খেলার মধ্যে থাকা ভিরাট কোহলিকেও বিশ্রাম দিতেই পারে টিম ম্যানেজমেন্ট।


কারণ, আইপিএল শেষে শুরু হওয়া নতুন মৌসুমে ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। ব্যাট হাতে তার সেরা পারফরমেন্সটা পেতে এই ত্যাগটুকু হাসিমুখে করতে রাজি ভারতীয় টিম ম্যানেজমেন্ট




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball