আইসিসির ভুলে অস্ট্রেলিয়ার আনন্দ মাটি

ছবি:

ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে ট্রান্স-তাসমান সিরিজের শিরোপা জয়ের সাথে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে আসার উৎসব শুরু করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ইডেন পার্কের উৎসবরত দলটি আগেই জানতো ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে প্রথমবেরের মতো র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ১ নম্বরে উঠে যাবেন তারা।

ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিই কয়েকদিন আগে হিসেব নিকেশ করে এই কথা জানিয়েছিল। তবে, ট্রান্স-তাসমান সিরিজ শেষে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটু ভুল করেছেন। আসলে পাকিস্তান এখনও টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে।
অস্ট্রেলিয়া ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার পরও অনেকে অস্ট্রেলিয়াকে টি২০র এক নম্বর দল বলে বার্তা প্রকাশ করেছে। কিন্তু বুধবার খেলা শেষ হওয়ার ঘণ্টা কয়েক পর আইসিসি আনুষ্ঠানিক বিবৃতিতে ভুল স্বীকার করেছে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১২৫.৬৫। পাকিস্তানের ১২৫.৮৪। তার মানে অস্ট্রেলিয়া পাকিস্তানের চেয়ে ০.১৯ পয়েন্ট পেছনে। এর ফলে র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে রয়েছে পাকিস্তান।