promotional_ad

ডাবল সেঞ্চুরির আক্ষেপ এখনো পোড়াচ্ছে মেন্ডিসকে

promotional_ad

চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় চলে গিয়েছিলেন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। তবে শেষমেশ মাত্র ৪ রানের জন্য আক্ষেপ করে ১৯৬ রানে তাকে সাজঘরে ফিরতে হয়েছিল। বোলিং ঘুর্নিতে তাকে সাজঘরে ফিরিয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। 


ছক্কা মারতে গিয়ে লগ অনে ধরা পরেছিলেন মুশফিকুর রহীমের হাতে। এর আগেও গত বছর গল টেস্টে বাংলাদেশ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন কুশল মেন্ডিস। সেবারও ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় তাকে। ১৯৪ রান করে সেবার মাঠ ছেড়েছিলেন তিনি।


চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ এখনো পোড়াচ্ছে মেন্ডিসকে। সম্প্রতি ক্রিকবাজের সাথে এক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন পরবর্তীতে একই পরিস্থিতিতে পড়লে সিঙ্গেল নিয়ে মাইলফলকে পৌঁছানোর চেষ্টা করবেন তিনি। 



promotional_ad

কুশল মেন্ডিসের ভাষ্যমতে, "এটা দ্বিতীয় বারের মতো ঘটেছে। আমি লক্ষ্যে পৌঁছাতে পারিনি বলে ড্রেসিংরুমে ছেলেরা বেশ হতাশ হয়েছিল। কেউ কেউ বলেছে এটা নিয়ে আমি বেশ কয়েকবছর অনুতাপ করবো। এটা নিয়ে আমারও খারাপ লাগছে। সম্ভবত আমি পরবর্তীতে বাউন্ডারির মাধ্যমে এটা পাওয়ার চেষ্টা করবো না। কিছু সিঙ্গেল নিয়ে মাইলফলকে পৌঁছানোটাই ভালো উপায় হতে পারে।"


এদিকে, চলতি বছর টেস্ট ও ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য স্থির করেছেন কুশল মেন্ডিস। চলতি বছরটি বেশ ভালো ভাবে শুরু হওয়ায় বেশ তৃপ্ত এই লঙ্কান ব্যাটসম্যান। তাছাড়া, বছরটি বেশ ভাল ভাবে শেষ করার ব্যাপারেও বেশ আশাবাদী এই লঙ্কান হার্ডহিটার।


এই প্রসঙ্গে তিনি বলেন, "ভালো শুরু হয়েছে এ বছর। ২০১৮ সালে অনেক খেলা ছিল এবং এবছর ভালো খেলার জন্য আশাবাদী। ব্যক্তিগত ভাবে আমি টেস্টে ১০০০ রান ও ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাতে চাই। এবছর আমরা দশটির মতো টেস্ট পাবো। আমি বিশ্বাস করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো।ছোটো ছোটো লক্ষ্য তৈরি করা এবং সেই লক্ষ্যে কাজ করে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।"






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball