promotional_ad

সাকিবের ছুটিতে হতাশ হয়েছিলেন হাথুরুসিংহে

promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব দল থেকে ছুটি নেওয়াতে হতাশ হয়েছিলেন চান্দিকা হাথুরুসিংহে। বিষয়টি অবশ্য দেশি মিডিয়াকে আগেই জানিয়েছিলেন বোর্ড সভাপতি। তবে সম্প্রতি এই বিষয়ে খোলাসা করেছেন হাথুরুসিংহে। ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 


'সত্যি বলতে আমি হতাশ হয়েছিলাম। বিষয়টি আমি আগে থেকে জানতে পারলে ভালো হতো। এটাই আসল ব্যাপার। আমি বিষয়টি অনেক দেরিতে জানতে পেরেছিলাম।'


একই সাক্ষাৎকারে তিনি ওপেনার সৌম্য সরকারকে অতিরিক্ত সুযোগ দেওয়ার প্রসঙ্গেও কথা বলেছেন। সৌম্য সরকারের জাত প্রতিভায় মুগ্ধ লঙ্কান এই কোচ। বলেছেন,


'আপনি সবাইকে জিগ্যেস করতে পারেন, সবাই একই কথা বলবে যে আমি সবাইকে সমান চোখে দেখেছি। সিনিয়র, জুনিয়র আলাদা করিনি। তবে যারা প্রতিভাবান তাদের আমি বেশি সুযোগ দিয়েছি। কেননা দলের জয় পেতে এটা দরকার ছিল।



promotional_ad

'সৌম্য প্রতিভাবান, বাংলাদেশ তাকে যত্নে রাখলে সে দারুণ এক ক্রিকেটার হয়ে উঠবে। তাকে সুযোগ দিয়েছি, তার মানে এই না যে বাকী ক্রিকেটারদের আমি অবহেলা করেছি।'


জাতীয় দলের বাকী সিনিয়রদের প্রতিও কথা বলেছেন হাথুরুসিংহে। 'রিয়াদ যখন ভালো ফর্মে ছিল না, তখন আমি তার সাথে এসব নিয়ে কাজ করেছি। এখন আইসিসির আসরে তার তিনটি শতক। ইমরুল, মুশফিক বা তামিম কেও আমি আলাদা করে সময় দিয়েছি।'


কথা বলেছেন দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের নিয়েও। সাব্বির রহমান আর মেহেদী হাসান মিরাজের কথা আলাদাভাবেই বলেছেন তিনি। এই দুইজনের জন্য যে আলাদা করে যত্ন নেওয়া দরকার সেটাও বলেছেন, 


'সাব্বির খুব প্রতিভাবান ক্রিকেটার। দ্বিতীয় টি-টুয়েন্টির এমন উইকেটে তাকে দলে না দেখে আমি অবাক হয়েছি। মেহেদী হাসান মিরাজও দারুণ ক্রিকেটার। এদের প্রতি যত্ন নিলে এরা অনেক বড় ক্রিকেটার হবে।



'শুরুতে তারা হয়তো সময় নিবে। ভালো ফলাফল করবে না। তাদের ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক না। সময় দিতে হবে। যারা প্রতিভাবান তাদের আলাদা করে সময় দিতেই হয়।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball