'আমাকে আমার মতো কাজ করতে না দিলে থাকবো না'

ছবি:

বাংলাদেশের কোচ থাকাকালীন সময় ক্ষমতার অনেক প্রভাব খাটাতেন বর্তমান লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে। এবার সেটা নিজেই স্বীকার করে নিলেন ডেইলি স্টারের কাছে। তবে কেন তার ক্ষমতা থাকাটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও পরিষ্কার করলেন ক্রিকেট প্রেমিদের কাছে।
'কোচ হলে অবশ্যই কিছু ক্ষমতা আপনার হাতে থাকা উচিত। কিছু কাজ আপনাকে নেতার মতোই করতে হবে। আপনার লক্ষ্য যদি সুদূরপ্রসারী হয়, আপনাকে যদি কিছু অর্জন করতে হয় তবে আপনাকে অনেক কিছুই করতে হবে।
'কিছু সময় আপনার ক্ষমতা প্রয়োগ নজরে আসবে। এই ক্ষমতা সবাইকে দেওয়া যাবে না, কেননা শুধু আপনিই জানেন আপনি কি চান আর কিভাবে চান। আমাকে সেভাবেই সিদ্ধান্ত নিতে হয়েছে, এতে অবশ্য অনেকেই আমাকে ভুল বুঝেছে।'; জানাচ্ছিলেন হাথুরুসিংহে।
তবে কারো ভুল বোঝাতে কিছু যায় আসেনা হাথুরুসিংহের। 'আমি এখানে মিডিয়াকে খুশি করতে আসিনি, দলের কাউকে খুশি করার জন্যেও আসিনি। এসেছি বোর্ডের হয়ে কাজ করতে। আর বোর্ড যদি আমাকে আমার মতো কাজ না করতে দেয়, তাহলে আমি থাকবো না।'

সাক্ষাৎকারটিতে আরও কথা বলেছেন দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি কাউকে খুঁজে পেয়েছেন কিনা সেই প্রসঙ্গেও। যদিও কারো নাম আলাদা করে বলেননি হাথুরুসিংহে।
'এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্যে কঠিন। কেননা আমি তাদের কোচ নই। উত্তর দিতে গেলে তাদের প্রভাবিত করা হবে, নির্বাচক বা তাদের পরবর্তী কোচ-- সবাইকেই। তাদের মধ্যে অবশ্যই কয়েকজন যোগ্য নেতা আছে। আমি যেহেতু প্রতিপক্ষের কোচ, তা বলবো না।'