নতুন উদ্যমে নামছে টাইগাররা

ছবি:

শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ উপলক্ষে সিরিজ শুরু কয়েকদিন আগে থেকেই ব্যাটসম্যান এবং বোলারদের নিয়ে আলাদা আলাদা ক্যাম্প করার চিন্তা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
তবে চলতি বছরের শুরু থেকে টানা তিনটি সিরিজ হারায় আশাহত হয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। আর তাই ক্যাম্পের তারিখ ২৮ থেকে ২২ তারিখে অর্থাৎ ছয়দিন আগে এনে দিচ্ছেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে জানান,
"স্বাভাবিকভাবে আমাদের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ২৪ বা ২৮ তারিখ থেকে। তিনদিন বা চারদিনের ক্যাম্প। আমার কাছে মনে হচ্ছে সময়টা খুবই অল্প। কারণ আমরা শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছি। আমরা এখানে যেটা খেলেছি তার থেকেও ওখানে কঠিন হওয়ার কথা।

"ভারতের বিপক্ষে খেলা। ওরা দারুণ ফর্মে আছে। এরকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা তাই এতো গা ছাড়া ভাব থাকা যাবে না। আমাদের ঘুরে দাড়াতে হবে। সেজন্য কোর্টনি ওয়ালশকে বলে দিয়েছি ১৪ জনের পেসারকে নিয়ে পরশু থেকেই ক্যাম্প ডাকতে। প্রিমিয়ার ডিভিশনে যারা খেলছে তাদেরকেও।"
শুধু বোলারদের ক্যাম্প নয়, বিসিবি সভাপতি ব্যাটসম্যানদের কাছ থেকেও চাইছেন ভাল মানের পারফর্মেন্স। আর তাই ১৯ জন ব্যাটসম্যানকে নিয়ে হচ্ছে ক্যাম্প। এদিকে প্রিমিয়ার লিগের খেলা চলছে, ব্যাটসম্যানদের পেতে সমস্যা হতে পারতো ক্লাব বা বোর্ডের; পাপন ভেবে রেখেছেন সেই বিষয়েও।
"কয়েকজন ব্যাটসম্যান যাদের কাছ থেকে আমরা চাচ্ছি তাদের পারফরম্যান্সে উন্নতি করা যেতে পারে। এই ১৯ জনকে নিয়ে পরশু থেকেই (২২ই ফেব্রুয়ারি) ক্যাম্প চালু করছে। একাডেমি। যেদিন যেই খেলোয়াড়ের খেলা থাকবে সেদিন ওই খেলোয়াড়কে ছেড়ে দিবে। সেদিন সে খেলতে পারবে।
"ক্লাবের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এটা গুরুত্বপূর্ন। আমাদের ফাস্ট বোলিং হতাশা জনক ছিল এ সিরিজে। প্লাস ব্যাটিংও আনকমফোরটেবল মনে হয়েছে। মনে হয়নি কেউ স্বাচ্ছন্দ্যে খেলেছে। টি-টোয়েন্টিতে বিশেষ করে। আজকে সিদ্ধান্ত হয়েছে ২২ তারিখ থেকে ক্যাম্প চালু হচ্ছে।"