promotional_ad

সাকিবকেও ছাড়িয়ে গেলেন রশিদ

promotional_ad

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রশিদ-নবীর আফগানিস্তান। আর এই সিরিজে সবমিলিয়ে ১৬ টি উইকেট নেন লেগস্পিনার রশিদ খান।


আর ১৬ টি উইকেট নিয়ে আফগানিস্তানের এই লেগস্পিনার উঠে গেলেন অনন্য উচ্চতায়। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার (১৯ বছর) হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন তিনি।


এতো কম বয়সে (৭,০৯২ দিন) আইসিসির কোনো ধরনের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছাতে পারেনি কোনো ক্রিকেটার। আর এদিক দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন রশিদ। ২০০৯ সালে সাকিব যখন ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করেন তখন তার বয়স ৭,৯৭৬ দিন।



promotional_ad

রশিদ অবশ্য পেছনে ফেলেছেন পাক কিংবদন্তী স্পিনার সাকলাইন মুশতাক এবং ভারতীয় কিংবদন্তী শচিন টেনডুলকারকেও। দিনের হিসেবে মুশতাক এবং শচিন যথাক্রমে ৭৬৮৩ এবং ৭৮৭৮ দিনে যথাক্রমে আইসিসির ওয়ানডে বোলিংয়ের শীর্ষস্থান ও টেস্ট ব্যাটিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন। (পুরো তালিকায় কারা আছে দেখুন এই লিঙ্কে)


অবশ্য ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে তরুন রশিদ খান একা উঠেননি। সমান পয়েন্ট নিয়ে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহও তার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। 


তবে আরেক দিক দিয়ে নিজেকে অপ্রতিরোধ্য করে ফেলেছেন রশিদ। মাত্র ৩৭ টি ওয়ানডে খেলে এরই মাঝে ৮৬ টি উইকেট শিকার করেছেন রশিদ খান। এদিক থেকেও তিনি অনন্য।



কেননা ক্যারিয়ারের প্রথম ৩৭ টি ম্যাচে এতগুলো উইকেট নেয়ার কীর্তি এখনো করে দেখাতে পারেননি কোনো বোলার। আর এমন দুটো রেকর্ড তিনি গড়লেন যা একসাথে ভাঙতে হলে শুধুমাত্র প্রতিভা দিয়েই তাকে টপকানো কঠিন হবে।


ছবি কৃতজ্ঞতাঃ গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball