promotional_ad

ভয়াবহ বিপদের আভাস দিচ্ছেন রিয়াদ

promotional_ad

ভুল শোধরাতে না পারায় সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ভুলের পর ভুল করে যাচ্ছে বাংলাদেশ দল। এর খেসারত দিচ্ছে অনেক বাজেভাবে। আর এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 


"যে ভুলগুলো আমরা প্রতি ম্যাচে করছি, তার মাশুল আমরা প্রতি ম্যাচেই দিচ্ছি। এটা থেকে বের হতে হবে, নয়তো কোনো উপায় নেই। আমরা এভাবে খেলতে থাকলে একই ফলাফল আসবে। 


"আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, সেটা গ্রুপের হতে পারে, টেকনিক্যাল হতে পারে এবং মাঠে সেই পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। ম্যানেজমেন্টের সঙ্গে এগুলো নিয়ে বসতে হবে।" 



promotional_ad

রবিবারের ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে এসব বিষয়ে কথা বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। একইসাথে কথা বলেছেন সেদিনের ম্যাচ সম্পর্কেও। মানসিকতায় পিছিয়ে পরার কারণেই ২১০ রান অতিক্রম করা সম্ভব হয়নি বলে মনে করছেন তিনি।


এক্ষেত্রে টাইগারদের বোলিং ব্যর্থতার কথা উল্লেখ করেছেন তিনি। চেষ্টার সবটুকু ঢেলে দিলেও লঙ্কান ব্যাটসম্যানদের আটকানো কঠিন হয়ে গিয়েছিলো দলের বোলারদের জন্য। মাহমুদুল্লাহ কিছু পরামর্শও দিলেন,


"উইকেটটা ব্যাটিং উপযোগী ছিল। যখন ওরা ব্যাটিং করেছিলো তখনও ভালো ছিল। আমরা চিন্তা করছিলাম যত কম রান দেওয়া যায়। ১৮০-২০০ এর মধ্যে তাদের আটকাতে চেষ্টা করেছিলাম আমরা। যদি তা পারতাম অবশ্যই আমাদের মানসিকতা ভিন্ন থাকতো। 



"প্রথম ছয় ওভার এই ফরম্যাটের ক্রিকেটে গুরুত্বপূর্ণ। বোলাররা যদি বাউন্সার, স্লোয়ার বা ইয়র্কার দিয়ে তখন সফলতা না আনতে পারে তাহলে এই ফরম্যাটে আপনাকে বাজে সময় কাটাতে হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball