তবুও তারুণ্যের জয়গান গাইলেন মাহমুদুল্লাহ

ছবি:

জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখা ছয়জন তরুণ ক্রিকেটার স্কোয়াডে নিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ দল। সিরিজের দুইটি টি-টুয়েন্টিতে খেলেছেন এদের সবাই।
কিন্তু স্পিনার নাজমুল ইসলাম অপু ছাড়া আশা জাগানিয়া ফলাফল করতে পারেননি এদের কেউই। সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পরে তাই প্রশ্ন উঠেছে দলে এতজন নবীন ক্রিকেটারকে দলে ঠাই দেওয়ার ব্যাপারে। তবে সাংবাদিক সম্মেলনে নতুনদের জয়গান গাইলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বিষয়টিকে অন্যভাবে দেখছেন তিনি। "যারা সত্যিকার অর্থেই এমন কিছু প্রত্যাশা করে, তারাই সুযোগ পাচ্ছে। আমরা টি-টুয়েন্টিতে সঠিক কম্বিনেশন পাওয়ার অপেক্ষায় আছি। খুব দ্রুত এসব সমস্যার সমাধান করতে হবে। নয়তো আমরা পিছিয়ে যাবো, অনেক বিপদে পরবো।"

একইসাথে দ্রুত উইকেট না নিয়ে কোনও দলকে কমরানে বেঁধে ফেলা যায়না সেটাও মনে করছেন রিয়াদ। প্রসঙ্গত, রবিবারের ম্যাচে লঙ্কান দলের প্রথম উইকেটের পতন ঘটেছে ৯৮ রানে। শেষমেশ ২১০ রানে থেমেছিল লঙ্কানরা।
"আপনি যদি খেয়াল করেন, আমরা কিন্তু ১২-১৩ ওভার থেকেই ডেথ বোলিং শুরু করে দিয়েছি। এভাবে হয়না। উইকেট না নিয়ে লাভ নেই। আপনার হয়তো রান দিয়ে উইকেট নিতে হবে। তাহলে আপনার ম্যাচে ফেরার সুযোগ থাকবে।"
একইদিনে ব্যাটিং ব্যর্থতার কথাও জানিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক। দুইশো রান অতিক্রম করে জিততে হলে যা করার দরকার ছিল তাও করতে পারেনি দলের ব্যাটসম্যানরা।
"ব্যাটিংয়ের সময় আমরা জুটি গড়তে পারিনি। আর দুইশো রান অতিক্রম করতে গেলে পাওয়ার প্লে তে আপনাকে ৬০-৭০ রান করতে হবে, যেটা শেষ ম্যাচে হয়েছিলো। কিন্তু এই ম্যাচে আমরা করতে পারিনি। সব মিলিয়ে আমি হতাশ।"